Ajker Patrika

সিলেটে শিক্ষককে তুলে নিয়ে থানায় বিটিআরসি কর্মকর্তারা, বিক্ষোভের মুখে মুক্তি

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি 
সিলেটে শিক্ষককে তুলে নিয়ে থানায় বিটিআরসি কর্মকর্তারা, বিক্ষোভের মুখে মুক্তি

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সরকারি এমসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি শিক্ষক দেবব্রত চৌধুরীকে শেয়ার মার্কেটে জালিয়াতি মামলায় গ্রেপ্তার করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কর্মকর্তারা। রাজধানীর বনানী থানার ওই মামলায় গতকাল বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করে গোলাপগঞ্জ মডেল থানায় নেওয়া হয়।

এ খবর শুনে কলেজের শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গোলাপগঞ্জ মডেল থানার সামনে গিয়ে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। একপর্যায়ে বিটিআরসির কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দেবব্রত চৌধুরী নামের নামের ওই শিক্ষককে ছেড়ে দেন। 

মুক্ত হওয়া শিক্ষক দেবব্রত চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘এই মামলার বিষয়ে আমি কিছু জানি না। এই মামলায় হয় আমাকে ফাঁসানো হয়েছে অথবা কোনো ভুল তথ্য দেওয়া হয়েছে। সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের খুঁজে বের করার আহ্বান জানাই।’

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, রাজধানীর বনানী থানায় বিটিআরসির জালিয়াতির মামলায় শিক্ষক দেবব্রত চৌধুরীকে আটক করে থানায় নিয়ে এসেছিলেন বিটিআরসির কর্মকর্তারা। পরে বিটিআরসির কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে ওই শিক্ষককে ছেড়ে দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত