প্রতিনিধি, সিলেট
সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনায় নয়জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে নতুন করে আরও ৫৮৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মৃত নয়জনের মধ্যে সিলেট জেলার সাতজন, সুনামগঞ্জে একজন এবং হবিগঞ্জের একজন রয়েছেন। এর আগে চলতি মাসের ৭ তারিখ ও ১৪ তারিখে একই সংখ্যক মৃত্যুর হয়।
নতুন শনাক্ত ৫৮৪ জনের মধ্যে সিলেট জেলায় ২৫১ জন, সুনামগঞ্জে ৩৮ জন, হবিগঞ্জে ১২০ জন এবং মৌলভীবাজারে ১১৩ জন এবং সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ শুক্রবার সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়। এ প্রতিবেদন থেকে জানা যায় করোনায় এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৫ জন। আর গত ২৪ ঘণ্টায় চার জেলা মিলে নমুনা পরীক্ষা করা হয়েছিল ১২৯৮ জনের। সে হিসেবে সিলেটে করোনা শনাক্তের হার ৪৪ দশমিক ৯৯ শতাংশ। আর সুস্থ হয়ে উঠেছেন ২৪৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় সূত্র অনুযায়ী, বিভাগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৫৮৪ জন নতুন করোনা রোগী নিয়ে সিলেট বিভাগে মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৩২ হাজার ১৩ জনে। যার সর্বাধিক সিলেট জেলায় ১৮ হাজার ২০৪ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৫৩৪ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৬০৩ জন, মৌলভীবাজারে ৪ হাজার ৫৪ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৬১৮ জন।
এ ছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ২১০ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া নিশ্চিত করেছেন।
সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনায় নয়জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে নতুন করে আরও ৫৮৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মৃত নয়জনের মধ্যে সিলেট জেলার সাতজন, সুনামগঞ্জে একজন এবং হবিগঞ্জের একজন রয়েছেন। এর আগে চলতি মাসের ৭ তারিখ ও ১৪ তারিখে একই সংখ্যক মৃত্যুর হয়।
নতুন শনাক্ত ৫৮৪ জনের মধ্যে সিলেট জেলায় ২৫১ জন, সুনামগঞ্জে ৩৮ জন, হবিগঞ্জে ১২০ জন এবং মৌলভীবাজারে ১১৩ জন এবং সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ শুক্রবার সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়। এ প্রতিবেদন থেকে জানা যায় করোনায় এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৫ জন। আর গত ২৪ ঘণ্টায় চার জেলা মিলে নমুনা পরীক্ষা করা হয়েছিল ১২৯৮ জনের। সে হিসেবে সিলেটে করোনা শনাক্তের হার ৪৪ দশমিক ৯৯ শতাংশ। আর সুস্থ হয়ে উঠেছেন ২৪৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় সূত্র অনুযায়ী, বিভাগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৫৮৪ জন নতুন করোনা রোগী নিয়ে সিলেট বিভাগে মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৩২ হাজার ১৩ জনে। যার সর্বাধিক সিলেট জেলায় ১৮ হাজার ২০৪ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৫৩৪ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৬০৩ জন, মৌলভীবাজারে ৪ হাজার ৫৪ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৬১৮ জন।
এ ছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ২১০ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া নিশ্চিত করেছেন।
একই সঙ্গে প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা দিতে ব্যর্থ হলে তাঁদের আরও ছয় মাস করে কারাভোগ করতে হবে।
৮ মিনিট আগেবৃহস্পতিবার সকালে হঠাৎ করেই পরিস্থিতি পাল্টে যায়। বেলা ১১টায় চিকিৎসক, নার্সসহ কয়েক শ কর্মকর্তা-কর্মচারী ‘নিরাপদ কর্মপরিবেশের’ দাবিতে হাসপাতাল চত্বরে মানববন্ধন করেন। একপর্যায়ে তাঁরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। দুপুর ১২টার দিকে তাঁরা অনশনরত আন্দোলনকারীদের ওপর চড়াও হন এবং কয়েকজনকে মারধর করেন।
১৯ মিনিট আগেমুন্সিগঞ্জের সিরাজদিখানে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগে ৭২ বছর বয়সী বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম আতাউল্লাহ ব্যাপারী। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে জেলার সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে ওই বৃদ্ধকে গ্রেপ্তার করে থানা-পুলিশ। এর আগে ধর্ষণের শিকার কিশোর
২৩ মিনিট আগেপ্রান্তিক জনগোষ্ঠীর নিরাপদ ও মর্যাদাপূর্ণ আবাসন সুবিধা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, ‘এটি আমাদের নৈতিক দায়িত্ব, আর সে লক্ষ্যে আমরা নানা কার্যক্রম পরিচালনা করছি।’
৩১ মিনিট আগে