Ajker Patrika

সিলেট নগরীতে বসবে তিনটি পশুর হাট

প্রতিনিধি, সিলেট
আপডেট : ১৫ জুলাই ২০২১, ১৯: ৪২
সিলেট নগরীতে বসবে তিনটি পশুর হাট

করোনার উচ্চ সংক্রমণের মধ্যে ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরীতে তিনটি পশুর হাট বসানোর অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। এ জন্য ক্রেতা, বিক্রেতা ও ইজারাদারদের মানতে হবে ১২টি বিধি-নিষেধ। 

সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী জানান, সিসিক নগরীতে আটটি হাট বসানোর অনুমতি চাইলেও সার্বিক বিষয় চিন্তা করে জেলা প্রশাসন তিনটি হাটের অনুমোদন দিয়েছেন। অনুমতি দেওয়া হাটগুলো হচ্ছে, দক্ষিণ সুরমার ট্রাক টার্মিনাল, নগরীর মাছিমপুর এলাকার কয়েদির মাঠ ও শাহী ঈদগাহ এলাকার কালাপাথর মাঠ।

বিধায়ক রায় বলেন, বুধবার বিকেলে অনুমোদন পাওয়ার পর পত্রিকায় দরপত্র বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দরপত্র জমা দেওয়ার শেষ দিন। সকল প্রক্রিয়া শেষ হতে দুই তিন দিন সময় লাগবে। এরপরই নির্ধারিত অনুমোদিত স্থানে বসবে কোরবানির পশুর হাট।

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম জানান, হাটের ইজারাদার, ক্রেতা-বিক্রেতা সবাইকে সরকারি বিধিনিষেধ অবশ্যই মানতে হবে। এ জন্য সবগুলো হাটে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবে। যেহেতু সিলেটে করোনার সংক্রমণ বাড়ছে। তাই হাটে আগতদের স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশু ক্রয়-বিক্রয় করতে হবে। এ জন্য সবার সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত