Ajker Patrika

জামানত হারালেন গণফোরামের মোকাব্বির খান

সিলেট প্রতিনিধি
জামানত হারালেন গণফোরামের মোকাব্বির খান

সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনে জামানত বাজেয়াপ্ত হয়েছে গণফোরামের প্রার্থী মোকাব্বির খানের। তিনি উদীয়মান সূর্য প্রতিকে ১ হাজার ৯২২ ভোট পেয়েছেন। 

প্রার্থীর জামানত ফিরে পেতে হলে কোনো নির্বাচনী এলাকায় যে পরিমাণ ভোট পড়ে তার সাড়ে ১২ শতাংশ ভোট তাঁকে পেতে হয়। কিন্তু এক্ষেত্রে মোকাব্বির খান পেয়েছেন মাত্র ১ দশমিক ৭৯ শতাংশ ভোট। 

তাঁর আসনে ৭৮ হাজার ৩৮৮টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান ট্রাক প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৬৬১টি ভোট। 

ফলাফল অনুযায়ী, এ আসনের দুই উপজেলায় ১ লাখ ৬ হাজার ৮৪৭ জন ভোটার ভোট দেন। জামানত ফিরে পেতে হলে মোকাব্বির খানকে ১৩ হাজার ৩৫৫টি ভোট পেতে হতো। তবে তিনি পেয়েছেন মাত্র ১ হাজার ৯২২ ভোট। এ আসনের আরও ৪ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। 

তারা হলেন-জাতীয় পার্টির প্রার্থী মো. ইয়াহ্ইয়া চৌধুরী ৬ হাজার ৮৭৪, তৃণমূল বিএনপির প্রার্থী মোহাম্মদ আব্দুর রব ৯৪৪, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. জহির ১৮৫, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ’ র প্রার্থী মো. মনোয়ার হোসাইন ২৫৩টি ভোট পেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত