Ajker Patrika

‘বিড়ির ধোঁয়া’ নিয়ে তুমুল সংঘর্ষ: টিয়ারশেল-রাবার বুলেট নিক্ষেপ, পুলিশসহ আহত বহু

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২২ মার্চ ২০২৪, ১০: ২৫
‘বিড়ির ধোঁয়া’ নিয়ে তুমুল সংঘর্ষ: টিয়ারশেল-রাবার বুলেট নিক্ষেপ, পুলিশসহ আহত বহু

হবিগঞ্জে ক্যারম খেলায় বিড়ির ধোঁয়া অন্যের মুখের সামনে ছাড়া নিয়ে সংঘর্ষে সাত পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ধুলিয়াখাল এলাকায় দফায় দফায় এই সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে দুই পক্ষের সংঘর্ষ ক্রমেই বড় আকার ধারণ করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তাতে সড়কে শত শত যানবাহন আটকা পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে দুই যুবক ক্যারম খেলছিলেন। এ সময় বিড়ির ধোঁয়া একজনের মুখের সামনে ছাড়া নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয় এবং দুই গ্রামে ছড়িয়ে পড়ে। দফায় দফায় সংঘর্ষে পুলিশের সাত সদস্যসহ অর্ধশতাধিক লোক আহত হন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হবিগঞ্জে সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত। ছবি: সংগৃহীতএ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের সাত সদস্যসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। এ সময় পুলিশ চার রাউন্ড টিয়ারশেল ও ২১ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত