Ajker Patrika

লিবিয়ায় গিয়ে নিখোঁজ সিলেটের ২৪ যুবক, একজনের মৃত্যু

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
লিবিয়ায় গিয়ে নিখোঁজ সিলেটের ২৪ যুবক, একজনের মৃত্যু

লিবিয়ায় গিয়ে সিলেটের বিয়ানীবাজার, বড়লেখা ও জকিগঞ্জ উপজেলার ২৪ জন যুবক নিখোঁজ হয়েছেন। এ ছাড়া মারা গেছেন এক যুবক। গত ৪ মাস থেকে লিবিয়ায় পাড়ি জমানো এই যুবকদের সঙ্গে পরিবারের সদস্যদের কোনো যোগাযোগ নেই। প্রায় ৮-৯ মাস আগে তাঁরা বিভিন্ন সময়ে লিবিয়ায় পাড়ি জমান। 

এই যুবকদের প্রত্যেকের স্বপ্ন ছিল ইউরোপে গিয়ে নতুন জীবন গড়ার। কিন্তু সেই স্বপ্ন ফিকে হয়ে গেছে। পরিবারের সবচেয়ে দুরন্ত ছেলেটির খোঁজ পেতে এখন মরিয়া তাঁদের বাবা-মা। 

এই যুবকদের সন্ধান ও আদমপাচারকারী সিন্ডিকেটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে আজ বৃহস্পতিবার বিয়ানীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন নিখোঁজদের স্বজনেরা। 

সংবাদ সম্মেলনে নিখোঁজদের তালিকা প্রকাশ করা হয়। নিখোঁজেরা হলেন-তানহারুল ইসলাম (২৩), পিতা: আমিরুল ইসলাম, সাং পূর্ব লাউজারী, আব্দুল্লাহ আল মামুন (৩০), পিতা: আতিকুর রহমান, সাং পূর্ব লাউজারী, হোসেন আহমদ (৩৫), পিতা: হাবীবুর রহমান, সাং খশিরবন্দ (হাতিটিলা), রাজু আহমদ (২৬), পিতা: বিরাজ উদ্দিন, সাং খশির কোনাপাড়া, কামরুজ্জামান রাহাত (২২), পিতা: আব্দুল কাইয়ুম, সাং খশিরবন্দ (হাতিটিলা), এনামুল হক (১৯), পিতা: সামছুল হক, সাং ঘুঙ্গাদিয়া নয়াগাঁও, আব্দুল আজিজ (৩২), পিতা: হাজী শের মিয়া, সাং পূর্ব লাউজারী, আব্দুল্লাহ আল জুনেদ (২৬), পিতা: লিয়াকত আলী, সাং পূর্ব লাউজারী, আরিফ আহমদ দুলাল (২৪), পিতা: আবুল হোসেন, সাং গড়রবন্দ, আব্দুল করিম (২৫), পিতা: বারহাম আলী, সাং ঘুঙ্গাদিয়া নয়াগাঁও। 

তোফায়েল আহমদ অজিত (২৪), পিতা: আবুল হোসেন, সাং খশিরবন্দ হাতিটিলা, মুহাম্মদ আব্দুল্লাহ আল ইমন (২২), পিতা: হাজী মো: মিন্নত আলী, সাং পূর্ব লাউজারী, মোহাম্মদ আলী (২৭), পিতা: বিলাল উদ্দিন, সাং জলঢুপ, কয়ছর আহমদ (২৬), পিতা: আরফত আলী, সাং গড়রবন্দ, জাকারিয়া আহমদ (২১), পিতা: ইদ্রিছ আলী, সাং চারখাই, জুনেদ আহমদ (২৩), পিতা: মাওলানা আছার উদ্দিন, হোসাইন আহমদ (১৯), পিতা: সুরুজ আলী, সাং ঘুঙ্গাদিয়া নয়াগাঁও, জুবের আহমদ (২৩), পিতা: মিনাজ উদ্দিন, সাং খশিরবন্দ (জয়নগর), আব্দুল হক (২২), পিতা: বাহার উদ্দিন, সাং সারোপার, থানা: বিয়ানীবাজার, সাহেল আহমদ (২৪), পিতা: বাবুল হোসেন, সাং শাহবাজপুর। 

জাকির হোসেন (২৪), পিতা: মো. নূর উদ্দিন, সাং হাকালুকি, আব্দুল হাছিব (২৬), পিতা: ওয়াইছ আলী, সাং শাহবাজপুর, থানা: বড়লেখা, বকুল আহমদ (২৩), পিতা: মইন উদ্দিন, সাং লোহারমহল, আবুল কাশেম আজহার (২৫), পিতা: আব্দুল কাদির, সাং লোহারমহল, আব্দুর রহিম চৌধুরী (২৩), পিতা: আব্দুল মতিন চৌধুরী, সাং কানাইঘাট, থানা: জকিগঞ্জ, জেলা: সিলেট।

অনেক চেষ্টা করেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এর মধ্যে সম্প্রতি আমিনুর রহমান (২৪) নামের এক যুবক লিবিয়ায় পুলিশের গুলিতে নিহত হন। তাঁর মরদেহ এখনো দেশে ফেরত আসেনি। 
 
লিখিত বক্তব্যে নিখোঁজদের পরিবারের পক্ষে বিরাজ উদ্দিন বলেন, তাঁদের মন বলছে ছেলেরা এখনো জীবিত আছে। তবে তারা কোনো আদমপাচারকারী চক্রের কাছে জিম্মী। নিখোঁজদের সন্ধানের জন্য তাঁরা প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা কামনা করেন। 

সংবাদ সম্মেলনে উপস্থিত আতিকুর রহমান বলেন, আদম পাচারকারী চক্র তাঁদের কাছ থেকে জনপ্রতি ১০-১২ লাখ টাকা করে আদায় করেছে। বর্তমানে আদমপাচারকারী চক্রের প্রধান ফরহাদ আহমদ (৪০), পিতা: কুতুব উদ্দিন কুটুল, সাং ঘাঘলাজুর (ভেউর), জাবেদ আহমদ, পিতা: কুতুব উদ্দিন কুটুল, সায়রা বেগম, স্বামী: কুতুব উদ্দিন কুটুল, হাদিয়া বেগম (২০), স্বামী: ফরহাদ হোসেন, সর্ব সাং ঘাঘলাজুর (ভেউর), থানা: জকিগঞ্জ নামীয় ব্যক্তিগণ ওই টাকা গ্রহণ করেন। তারাই নিখোঁজদের লিবিয়ায় পাঠাতে সহায়তা করেন। এরা সবাই আদমপাচারকারী চক্রের সক্রিয় সহযোগী।

সংবাদ সম্মেলন চলাকালে নিখোঁজ যুবকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় তারা সবাই কান্নায় ভেঙে পড়েন। অচিরেই আদমপাচারকারী চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নিখোঁজদের স্বজনেরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত