Ajker Patrika

একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক ২ সহোদর গ্রেপ্তার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১৩: ০৬
একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক ২ সহোদর গ্রেপ্তার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রতারণাসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন দেবপাড়া ইউনিয়নের উত্তর দেবপাড়া গ্রামের মৃত আওলাদ হোসেনের ছেলে কাজী মোজাহিদ আলী (৩২) ও নুরহাদ হোসেন (৩০)।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে দুটি মামলায় এক বছর ছয় মাসের সাজা ও ১৮ লাখ ১৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি কাজী মোজাহিদ আলী, একই সময়ে ১০ লাখ ৬৪ হাজার টাকার অর্থদণ্ডপ্রাপ্ত আসামি নুরহাদ হোসেন আত্মগোপনে ছিলেন। গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গোপলার বাজার তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক (এসআই) শামস উদ্দিন খানের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) আতাউল গনি ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হান্নান মাহমুদকে নিয়ে একদল পুলিশ সিলেটের শাহ পরান এলাকার বাসায় অভিযান পরিচালনা করেন। পরে ওই বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে এসআই শামস উদ্দিন খান বলেন, দীর্ঘদিন ধরে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি দুই সহোদর সিলেটে আত্মগোপনে ছিলেন। একাধিকবার তাঁরা তাঁদের অবস্থান পরিবর্তন করেছেন। অবশেষে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত