Ajker Patrika

সিলেটে বিদ্যুৎতায়িত হয়ে কিশোরের মৃত্যু

সিলেট প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিলেটের জকিগঞ্জে নিজ বাড়িতে বিদ্যুৎতায়িত হয়ে ওহিদ আহমদ (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামে এ ঘটনা ঘটে। আজ শনিবার সকাল ১০টার দিকে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ওহিদ পশ্চিম লোহারমহল গ্রামের আতাউর রহমান মুহুরির ছেলে। সে চলতি বছর ঈদগাহ বাজার উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

জানা গেছে, শুক্রবার রাতে নিজ বাড়িতে আইপিএস ঠিক করতে গিয়ে ওহিদ অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে যায়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার সকালে লাশ দাফনও করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত