Ajker Patrika

সিলেটে ৭২১ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ, গ্রেপ্তার ৩ 

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে ৭২১ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ, গ্রেপ্তার ৩ 

সিলেটে ৭২১ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করেছ মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। যার আনুমানিক বাজারমূল্য ৪১ লাখ ৫২ হাজার ৯৬০ টাকা। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গতকাল শুক্রবার দিবাগত রাতে সিলেটের দক্ষিণ সুরমা ও বিমানবন্দর এলাকায় পৃথক অভিযানে এসব চিনি জব্দ ও গ্রেপ্তার করা হয়। এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পাবনার সুজানগর থানার আন্দারকোঠা গ্রামের মৃত রহিম উদ্দিন সরদারের ছেলে কুরবান আলী (৪৫), দিনাজপুরের খানসামা থানার গোয়ালদিহি গ্রামের নবকান্ত রায়ের ছেলে জীবন চন্দ্র রায় (২৩) ও কিশোরগঞ্জের হোসেনপুর থানার চরফন্দির মো. সুরুজ মিয়ার ছেলে মো. নয়ন মিয়া (৩০)। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এসএমপির ডিবি পুলিশ সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দক্ষিণ সুরমার জলকরকান্দি এলাকায় অভিযান চালিয়ে দুজন চিনি চোরাকারবারিকে আটক করে। এ সময় আটককৃত দুজনের হেফাজত থেকে ৭১১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ৪১ লাখ ৯৫ হাজার ৩৬০ টাকা। এ ঘটনায় দুটি ট্রাক জব্দ করা হয়েছে। 

ট্রাক থেকে ৭১১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা অপরদিকে, শুক্রবার রাতে ডিবির আরেকটি টিম বিমানবন্দর এলাকার বড়শালা বাছাটিলায় অভিযান চালায়। এ সময় একটি অটোরিকশা আটক করে ১০ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়। পাশাপাশি অটোরিকশাসহ একজনকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত চিনির বাজারমূল্য ৫৭ হাজার ৬০০ টাকা। 

এসএমপি উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মোগলাবাজার ও বিমানবন্দর থানায় পৃথক মামলা দায়ের করা হয়। মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত