Ajker Patrika

সিলেটে পরোয়ানাভুক্ত চার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ০৮ জুন ২০২৩, ১৭: ১৫
সিলেটে পরোয়ানাভুক্ত চার আসামি গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জ থেকে স্বামী, স্ত্রীসহ পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার বাদে রণকেলী ও ঘোষগাঁও টিলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বাদে রণকেলী গ্রামের জানে আলম (৩৫), ঘোষগাঁও টিলাবাড়ি গ্রামের মো. ফখরুল ইসলাম (৫২), তাঁর ভাই মো. নজরুল ইসলাম (৫০) ও ফখরুল ইসলামের স্ত্রী সাকিয়া বেগম (৩৫)।

পুলিশ জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক সৈয়দ জহির আলী, পার্থ সারথী দাশ, সহকারী উপপরিদর্শক প্রণয় নাল, মহিউদ্দিনসহ একদল পুলিশ বাদে রণকেলী ও ঘোষগাঁও টিলাবাড়ি গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আসামিদের গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত