Ajker Patrika

কমলগঞ্জের কারাগারে বসে এসএসসি পরীক্ষা দেবে ২ শিক্ষার্থী 

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ২০: ৪১
কমলগঞ্জের কারাগারে বসে এসএসসি পরীক্ষা দেবে ২ শিক্ষার্থী 

কমলগঞ্জ উপজেলার দুই শিক্ষার্থী মৌলভীবাজার জেলা কারাগার থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। আজ শনিবার বিকেলে কারাগার সূত্রে এ তথ্য জানা গেছে। 

কারাগারসূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার শ্রীগোবিন্দপুর চা-বাগানের খ্রিষ্টানটিলার বাসিন্দা মাধবপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী এলেক্স গমুজ নারী ও শিশু নির্যাতন মামলায় এবং আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামের বাসিন্দা এম, এ, ওহাব উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ফজলে আলী হত্যা মামলার আসামি থাকায় কারাগারে থেকে চলমান এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। 

এ ব্যাপারে জানতে চাইলে মাধবপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান ও এস, এ, ওহাব উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ্মমোহন সিংহ জানান, কর্তৃপক্ষের নির্দেশে মানবিক বিভাগের দুই শিক্ষার্থী ১৫ নভেম্বর সোমবার থেকে বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় অংশ নেবে। 

মৌলভীবাজার জেলার কারাগারের জেল সুপার মো. আনোয়ার হোসেন বলেন, কমলগঞ্জের দুজন এসএসসি শিক্ষার্থী কারাগারে আসার পর তাদের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়। আদালতের নির্দেশ পাওয়ার পর আমরা পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নিই। এমনকি কারাগারে বসে যাতে তারা যাতে পড়াশোনা করতে পারে, সে জন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত