Ajker Patrika

ভারত থেকে ফেরত পাঠানো হলো ৫ বাংলাদেশিকে, বিজিবির হাতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক সিলেট 
Thumbnail image
প্রতীকী ছবি

ভারতে অবৈধভাবে প্রবেশ করা পাঁচ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে এক শিশু, তিন নারী রয়েছেন।

গতকাল বুধবার দিবাগত রাতে তাঁদের ফেরত পাঠানো হয়। পরে বিয়ানীবাজার থানায় তাঁদের হস্তান্তরের পর অবৈধ অনুপ্রবেশে দায়ে মামলা করে বিজিবি। আজ বৃহস্পতিবার বিজিবির বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—যশোরের বেনাপোল এলাকার মোছা. আয়শা খাতুন (৩৭) ও মোছা. রোকসানা খাতুন (৪০), খুলনা জেলার মোছা. রুমানা বেগম (২১), মো. বাদশা শেখ (২৭)। এ ছাড়া তিন বছর বয়সী এক শিশু।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা ৩ ডিসেম্বর কুমিল্লার বাগরা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। পরবর্তীতে ত্রিপুরা থেকে গৌহাটি যাওয়ার পথে পুলিশ চেকপোস্টে তাদের আটক করা হয়। পরে বুধবার রাতে তাদের বিয়ানীবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাক করে।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. মেহেদী হাসান জানান, তাঁদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিয়ানীবাজার থানায় মামলা করা হয়েছে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। তারা আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন বলে দাবি করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত