Ajker Patrika

ফেসবুক আইডি হ্যাক করে বিকাশে টাকা আদায়, গ্রেপ্তার যুবক 

নিজস্ব প্রতিবেদক, সিলেট
ফেসবুক আইডি হ্যাক করে বিকাশে টাকা আদায়, গ্রেপ্তার যুবক 

সিলেটে এক তরুণীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়। এরপর তরুণীর সঙ্গে যোগাযোগ করে অ্যাকাউন্ট উদ্ধার করে দেবেন বলে টাকা দাবি করেন এক যুবক। বিকাশে একাধিকবার টাকা দিলেও ফেরত মেলেনি হ্যাকড হওয়া ফেসবুক অ্যাকাউন্ট। মোশারফ হোসেন আকিল (২০) নামের এক যুবক এভাবে সিলেটের ওই তরুণীসহ বেশ কয়েকজনের সঙ্গে প্রতারণা করে হাজার হাজার টাকা হাতিয়ে নিতেন বলে দাবি করেছে সিলেট মহানগর ডিবি পুলিশ।

গতকাল সোমবার রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে তাঁকে আটক গ্রেপ্তার করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে হ্যাকিংয়ের একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মোশারফ রাজধানীর ডেমরা থানার স্টাফ কোয়ার্টার এলাকার মো. আলাউদ্দিনের ছেলে।

আজ মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সুদিপ দাশ বলেন, ওই যুবক দীর্ঘদিন ধরে বিভিন্ন বয়সী ব্যক্তির ফেসবুক আইডি হ্যাকের মাধ্যমে মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ব্ল্যাকমেল করতেন। 

নগর পুলিশের মিডিয়া বিভাগ জানায়, রাজধানীর আগপাড়ার মৌসুমি-৬৮ এলাকার রামপ্রসাদ ঘোষ (৫০) ও সিলেটের এক মেয়েসহ বিভিন্ন অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে ফেসবুক হ্যাক করে টাকা দাবি করতেন আকিল। পরে কয়েক ধাপে তাদের কাছে থেকে ওই যুবক ৩ হাজার, ২ হাজার ও দেড় হাজার টাকা হাতিয়ে নেন। দীর্ঘ নয় মাস তাদের সঙ্গে ওই যুবক প্রচারণার আশ্রয় নিয়ে কথা চালালে পরে ভুক্তভোগীরা থানায় অভিযোগ করেন। এরপর নগর পুলিশ সাইবার ক্রাইম ইউনিটের তথ্য প্রযুক্তির সাহায্যে আকিলকে গ্রেপ্তার করা হয়। 

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সুদিপ দাশ বলেন, ‘গ্রেপ্তারকৃত ওই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি নগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিট তদন্ত করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত