নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে এক তরুণীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়। এরপর তরুণীর সঙ্গে যোগাযোগ করে অ্যাকাউন্ট উদ্ধার করে দেবেন বলে টাকা দাবি করেন এক যুবক। বিকাশে একাধিকবার টাকা দিলেও ফেরত মেলেনি হ্যাকড হওয়া ফেসবুক অ্যাকাউন্ট। মোশারফ হোসেন আকিল (২০) নামের এক যুবক এভাবে সিলেটের ওই তরুণীসহ বেশ কয়েকজনের সঙ্গে প্রতারণা করে হাজার হাজার টাকা হাতিয়ে নিতেন বলে দাবি করেছে সিলেট মহানগর ডিবি পুলিশ।
গতকাল সোমবার রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে তাঁকে আটক গ্রেপ্তার করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে হ্যাকিংয়ের একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মোশারফ রাজধানীর ডেমরা থানার স্টাফ কোয়ার্টার এলাকার মো. আলাউদ্দিনের ছেলে।
আজ মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সুদিপ দাশ বলেন, ওই যুবক দীর্ঘদিন ধরে বিভিন্ন বয়সী ব্যক্তির ফেসবুক আইডি হ্যাকের মাধ্যমে মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ব্ল্যাকমেল করতেন।
নগর পুলিশের মিডিয়া বিভাগ জানায়, রাজধানীর আগপাড়ার মৌসুমি-৬৮ এলাকার রামপ্রসাদ ঘোষ (৫০) ও সিলেটের এক মেয়েসহ বিভিন্ন অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে ফেসবুক হ্যাক করে টাকা দাবি করতেন আকিল। পরে কয়েক ধাপে তাদের কাছে থেকে ওই যুবক ৩ হাজার, ২ হাজার ও দেড় হাজার টাকা হাতিয়ে নেন। দীর্ঘ নয় মাস তাদের সঙ্গে ওই যুবক প্রচারণার আশ্রয় নিয়ে কথা চালালে পরে ভুক্তভোগীরা থানায় অভিযোগ করেন। এরপর নগর পুলিশ সাইবার ক্রাইম ইউনিটের তথ্য প্রযুক্তির সাহায্যে আকিলকে গ্রেপ্তার করা হয়।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সুদিপ দাশ বলেন, ‘গ্রেপ্তারকৃত ওই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি নগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিট তদন্ত করছে।’
সিলেটে এক তরুণীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়। এরপর তরুণীর সঙ্গে যোগাযোগ করে অ্যাকাউন্ট উদ্ধার করে দেবেন বলে টাকা দাবি করেন এক যুবক। বিকাশে একাধিকবার টাকা দিলেও ফেরত মেলেনি হ্যাকড হওয়া ফেসবুক অ্যাকাউন্ট। মোশারফ হোসেন আকিল (২০) নামের এক যুবক এভাবে সিলেটের ওই তরুণীসহ বেশ কয়েকজনের সঙ্গে প্রতারণা করে হাজার হাজার টাকা হাতিয়ে নিতেন বলে দাবি করেছে সিলেট মহানগর ডিবি পুলিশ।
গতকাল সোমবার রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে তাঁকে আটক গ্রেপ্তার করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে হ্যাকিংয়ের একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মোশারফ রাজধানীর ডেমরা থানার স্টাফ কোয়ার্টার এলাকার মো. আলাউদ্দিনের ছেলে।
আজ মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সুদিপ দাশ বলেন, ওই যুবক দীর্ঘদিন ধরে বিভিন্ন বয়সী ব্যক্তির ফেসবুক আইডি হ্যাকের মাধ্যমে মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ব্ল্যাকমেল করতেন।
নগর পুলিশের মিডিয়া বিভাগ জানায়, রাজধানীর আগপাড়ার মৌসুমি-৬৮ এলাকার রামপ্রসাদ ঘোষ (৫০) ও সিলেটের এক মেয়েসহ বিভিন্ন অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে ফেসবুক হ্যাক করে টাকা দাবি করতেন আকিল। পরে কয়েক ধাপে তাদের কাছে থেকে ওই যুবক ৩ হাজার, ২ হাজার ও দেড় হাজার টাকা হাতিয়ে নেন। দীর্ঘ নয় মাস তাদের সঙ্গে ওই যুবক প্রচারণার আশ্রয় নিয়ে কথা চালালে পরে ভুক্তভোগীরা থানায় অভিযোগ করেন। এরপর নগর পুলিশ সাইবার ক্রাইম ইউনিটের তথ্য প্রযুক্তির সাহায্যে আকিলকে গ্রেপ্তার করা হয়।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সুদিপ দাশ বলেন, ‘গ্রেপ্তারকৃত ওই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি নগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিট তদন্ত করছে।’
সাবেক এমপি ও বিএনপি নেতা নাছির উদ্দিন চৌধুরীর দ্বিতীয় স্ত্রী ও দুই মেয়েকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে তাঁর ভাই বিএনপি নেতা মাসুক চৌধুরী ও মিলন চৌধুরীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাতে সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরের বাসায় নাছির চৌধুরীর সামনেই এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগেশেরপুরের শ্রীবরদীতে মো. আব্দুল মুন্নাফ নামে এক ছাত্রদল নেতা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেছেন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার পৌরসভার বাহার বাজারে এক সাধারণ সভার মাধ্যমে তিনি জামায়াতে যোগদান করেন। ওই সভায় তিনি জনসম্মুখে সহযোগী সদস্য ফরম পূরণ করে জামায়াতে ইসলামীর শেরপুর জেলা আমিরের কাছে জমা
১৭ মিনিট আগেভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ ও গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপনের দাবিতে ইন্ট্রাকোর গ্যাস বহনকারী একটি গাড়ি আটকে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) ইন্ট্রাকো গ্রুপের এলপিজি গ্যাসভর্তি একটি কাভার্ড ভ্যান ঢাকা যাওয়ার পথে রাত ১১টার দিকে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনা
৪১ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ, অপারেশন ডেভিল হান্ট, ফিলিস্তিন ইস্যু, ফ্যাসিবাদ ও প্রধান উপদেষ্টাকে নিয়ে প্রশ্ন এসেছে। প্রথম শিফটের একাধিক প্রশ্নে ভুল ও সঠিক উত্তর নেই এমন প্রশ্নও করা হয়েছে।
১ ঘণ্টা আগে