Ajker Patrika

ফেসবুক আইডি হ্যাক করে বিকাশে টাকা আদায়, গ্রেপ্তার যুবক 

নিজস্ব প্রতিবেদক, সিলেট
ফেসবুক আইডি হ্যাক করে বিকাশে টাকা আদায়, গ্রেপ্তার যুবক 

সিলেটে এক তরুণীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়। এরপর তরুণীর সঙ্গে যোগাযোগ করে অ্যাকাউন্ট উদ্ধার করে দেবেন বলে টাকা দাবি করেন এক যুবক। বিকাশে একাধিকবার টাকা দিলেও ফেরত মেলেনি হ্যাকড হওয়া ফেসবুক অ্যাকাউন্ট। মোশারফ হোসেন আকিল (২০) নামের এক যুবক এভাবে সিলেটের ওই তরুণীসহ বেশ কয়েকজনের সঙ্গে প্রতারণা করে হাজার হাজার টাকা হাতিয়ে নিতেন বলে দাবি করেছে সিলেট মহানগর ডিবি পুলিশ।

গতকাল সোমবার রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে তাঁকে আটক গ্রেপ্তার করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে হ্যাকিংয়ের একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মোশারফ রাজধানীর ডেমরা থানার স্টাফ কোয়ার্টার এলাকার মো. আলাউদ্দিনের ছেলে।

আজ মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সুদিপ দাশ বলেন, ওই যুবক দীর্ঘদিন ধরে বিভিন্ন বয়সী ব্যক্তির ফেসবুক আইডি হ্যাকের মাধ্যমে মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ব্ল্যাকমেল করতেন। 

নগর পুলিশের মিডিয়া বিভাগ জানায়, রাজধানীর আগপাড়ার মৌসুমি-৬৮ এলাকার রামপ্রসাদ ঘোষ (৫০) ও সিলেটের এক মেয়েসহ বিভিন্ন অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে ফেসবুক হ্যাক করে টাকা দাবি করতেন আকিল। পরে কয়েক ধাপে তাদের কাছে থেকে ওই যুবক ৩ হাজার, ২ হাজার ও দেড় হাজার টাকা হাতিয়ে নেন। দীর্ঘ নয় মাস তাদের সঙ্গে ওই যুবক প্রচারণার আশ্রয় নিয়ে কথা চালালে পরে ভুক্তভোগীরা থানায় অভিযোগ করেন। এরপর নগর পুলিশ সাইবার ক্রাইম ইউনিটের তথ্য প্রযুক্তির সাহায্যে আকিলকে গ্রেপ্তার করা হয়। 

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সুদিপ দাশ বলেন, ‘গ্রেপ্তারকৃত ওই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি নগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিট তদন্ত করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত