Ajker Patrika

সিলেট সিটি নির্বাচন: ভোটের মাঠে নামছে লন্ডনপ্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ০১ জুন ২০২৩, ১৮: ২৫
সিলেট সিটি নির্বাচন: ভোটের মাঠে নামছে লন্ডনপ্রবাসীরা

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর ভোটের প্রচারে মাঠে নামছে দুই শতাধিক লন্ডনপ্রবাসী। আজ বৃহস্পতিবার যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে প্রবাসীদের একটি দল সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছেছেন। 

বিমানবন্দরে তাদের স্বাগত জানান-সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুসফিক জায়গীর দার, লন্ডন মহানগর যুবলীগের সভাপতি তারেক আহমদ। 

প্রতিনিধি দলে আছেন-যুবলীগ যুক্তরাজ্য শাখার সভাপতি ও যুবলীগের কেন্দ্রীয় সদস্য ফখরুল ইসলাম মধু ও তার সহধর্মিণী মিসেস সালেহা ইসলাম, যুক্তরাজ্য যুবলীগের সহসভাপতি সাবুল আহমদ, মাহবুব আহমদ, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক সারজন খান, হাফিজুর রহমান সেলিম, লন্ডন মহানগর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জুবায়ের সিদ্দিকী সেলিম ও যুবলীগ নেতা মুতছির চৌধুরী জনি প্রমুখ। 

এ সময় যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের চাওয়া-পাওয়ার কিছু নেই। আমি আমার সহকর্মীদের নিয়ে দেশে এসেছি। আমার স্বজন, বন্ধু আনোয়ারুজ্জামান ও নৌকার পক্ষে কাজ করার জন্য। তিনি প্রবাসীদের কল্যাণে একজন নিবেদিতপ্রাণ। আমরা তাঁর বিজয়ের মাধ্যমে প্রবাসীদের বিজয় দেখতে চাই। আমি আশা করি, সিলেটবাসী আগামী সিটি নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করবেন। আমরা সেই বিজয়ের প্রত্যাশী।’ 

যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান বলেন, ‘যুক্তরাজ্য প্রবাসীসহ পুরো ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বন্ধু আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের স্বার্থ রক্ষায় সদা জাগ্রত। আমরা অনেক প্রবাসী দেশে এসেছি এবং আরও অনেকেই আসছেন। বিশেষ করে আনোয়ারুজ্জামানের ভালোবাসার প্রতিদান দিতে প্রবাসীরা দেশে আসছেন।’ 

উল্লেখ্য, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী দীর্ঘদিন যুক্তরাজ্য আওয়ামী লীগের রাজনীতিতে বিশেষ অবদান রেখেছেন। এ ছাড়া ইউরোপের কমিউনিটিতে কাজ করার সুবাদে প্রবাসীদের কল্যাণে তার বিশেষ অবদান রয়েছে। ফলে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের সঙ্গে তার সুসম্পর্ক গড়ে ওঠে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত