সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ মেডিকেল কলেজে দাবি না মানা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ৯টায় সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রশাসনিক ও একাডেমি ভবনের ফটকে তালা দিয়ে রক্তাক্ত প্রতীকী অ্যাপ্রোন ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
পরে ফটকের সামনে কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা তাঁদের ওপর হামলার নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
আন্দোলনকারী কলেজের শিক্ষার্থী সাইদুল বলেন, ‘পর্যাপ্ত ওয়ার্ড–সুবিধা ও হাসপাতাল চালুর জন্য করণীয় বিষয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ মন্ত্রণালয় থেকে দিতে হবে। আমাদের শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলার বিচারের পাশাপাশি দাবি না মানা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালন করছি। দাবি না মানা পর্যন্ত তা চলবে।’
গতকাল সকালে দ্বিতীয় দিনের মতো পর্যাপ্ত ওয়ার্ড–সুবিধা প্রদান হাসপাতাল চালুর দাবিতে সিলেটের সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় সড়ক অবরোধ করেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এ সময় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রীসাধারণ। পরে সেনাবাহিনী এসে অবরোধ তুলে নিতে অনুরোধ জানালেও শিক্ষার্থীরা তাঁদের অবরোধ কর্মসূচি অব্যাহত রাখেন।
একপর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর চড়াও হয় সেনাবাহিনী। সেনাবাহিনী লাঠিপেটা করলে সড়ক থেকে সরে দাঁড়ান মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তবে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর আগে ১৫ এপ্রিল থেকে ক্লাস বর্জন করে মানববন্ধন, স্মারকলিপি ও অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোস্তাক আহমেদ ভূঁইয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সুনামগঞ্জ মেডিকেল কলেজে দাবি না মানা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ৯টায় সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রশাসনিক ও একাডেমি ভবনের ফটকে তালা দিয়ে রক্তাক্ত প্রতীকী অ্যাপ্রোন ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
পরে ফটকের সামনে কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা তাঁদের ওপর হামলার নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
আন্দোলনকারী কলেজের শিক্ষার্থী সাইদুল বলেন, ‘পর্যাপ্ত ওয়ার্ড–সুবিধা ও হাসপাতাল চালুর জন্য করণীয় বিষয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ মন্ত্রণালয় থেকে দিতে হবে। আমাদের শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলার বিচারের পাশাপাশি দাবি না মানা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালন করছি। দাবি না মানা পর্যন্ত তা চলবে।’
গতকাল সকালে দ্বিতীয় দিনের মতো পর্যাপ্ত ওয়ার্ড–সুবিধা প্রদান হাসপাতাল চালুর দাবিতে সিলেটের সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় সড়ক অবরোধ করেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এ সময় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রীসাধারণ। পরে সেনাবাহিনী এসে অবরোধ তুলে নিতে অনুরোধ জানালেও শিক্ষার্থীরা তাঁদের অবরোধ কর্মসূচি অব্যাহত রাখেন।
একপর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর চড়াও হয় সেনাবাহিনী। সেনাবাহিনী লাঠিপেটা করলে সড়ক থেকে সরে দাঁড়ান মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তবে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর আগে ১৫ এপ্রিল থেকে ক্লাস বর্জন করে মানববন্ধন, স্মারকলিপি ও অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোস্তাক আহমেদ ভূঁইয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
পুরান ঢাকার আরমানি টোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মো. জুবায়েদ হোসেনকে হত্যার ঘটনায় তাঁর ছাত্রীকে আটক করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটের দিকে বংশালের নূর বক্স রোডে রৌশান ভিলা থেকে ওই ছাত্রীকে (এইচএসসি শিক্ষার্থী) আটক করে নিয়ে যায় পুলিশ। জুবায়েদ তাকে বাসায় গিয়ে পড়াতেন
১ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরীর পতেঙ্গা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগেরাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।
২ ঘণ্টা আগেআইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বরগুনার বেতাগী উপজেলার চান্দখালীর আল্লাহু চত্বর এলাকায় যৌথ বাহিনী চেকপোস্ট পরিচালনা করেছে। আজ রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করেন নৌবাহিনীর লেফটেন্যান্ট জুম্মান খান।
২ ঘণ্টা আগে