জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে শীত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। ঠান্ডা, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়াসহ শীতজনিত নানান রোগে আক্রান্ত হচ্ছে সব বয়সী মানুষ। তবে আক্রান্ত রোগীদের তালিকায় শিশুর সংখ্যাই বেশি।
আজ রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানা গেছে, শীতের প্রকোপ বাড়ার সঙ্গে বেড়েছে রোগীর সংখ্যা। অনেক বাবা-মা জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়াসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত শিশুদের নিয়ে হাসপাতালে আসছেন। অনেকে আবার ৩-৪ দিন ধরে ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আজ রোববার পর্যন্ত হাসপাতালে ৭৬ রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে শিশু ৪০, নারী ১৮ ও পুরুষ ১৮ জন। তারা অধিকাংশই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত। এ ছাড়া হাসপাতালে গত ১৫ দিনে ৫ শতাধিক ঠান্ডাজনিত রোগী চিকিৎসা নিয়েছেন।
দুই মেয়েকে নিয়ে হাসপাতালে ভর্তি থাকা কামরুল ইসলাম ডালিম বলেন, ‘ডায়রিয়া আক্রান্ত ৯ মাসের ছোট মেয়েকে নিয়ে চার দিন ধরে ভর্তি আছি। এর মধ্যে চার বছর বয়সী বড় মেয়ে অসুস্থ হয়ে পড়ায় আজ (রোববার) তাকেও ভর্তি করেছি।’
আরেক শিশুর মা রশিদা বেগম বলেন, ‘গত তিন দিন আগে ১০ মাসের শিশু সন্তানকে নিয়ে হাসপাতাল ভর্তি হই। এখন সে কিছুটা ভালো আছে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বদরুদ্দোজা বলেন, শীতের তীব্রতা বাড়লে ঠান্ডাজনিত রোগ বেশি হয়। এতে সবচেয়ে বেশি আক্রান্ত হয় শিশুরা। হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বেশি। আমরাও শিশুদের গুরুত্বসহকারে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি।
তিনি বলেন, শীতের সময় সবার বাড়তি সতর্কতা অবলম্বন করা একান্ত প্রয়োজন।
সুনামগঞ্জের জগন্নাথপুরে শীত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। ঠান্ডা, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়াসহ শীতজনিত নানান রোগে আক্রান্ত হচ্ছে সব বয়সী মানুষ। তবে আক্রান্ত রোগীদের তালিকায় শিশুর সংখ্যাই বেশি।
আজ রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানা গেছে, শীতের প্রকোপ বাড়ার সঙ্গে বেড়েছে রোগীর সংখ্যা। অনেক বাবা-মা জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়াসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত শিশুদের নিয়ে হাসপাতালে আসছেন। অনেকে আবার ৩-৪ দিন ধরে ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আজ রোববার পর্যন্ত হাসপাতালে ৭৬ রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে শিশু ৪০, নারী ১৮ ও পুরুষ ১৮ জন। তারা অধিকাংশই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত। এ ছাড়া হাসপাতালে গত ১৫ দিনে ৫ শতাধিক ঠান্ডাজনিত রোগী চিকিৎসা নিয়েছেন।
দুই মেয়েকে নিয়ে হাসপাতালে ভর্তি থাকা কামরুল ইসলাম ডালিম বলেন, ‘ডায়রিয়া আক্রান্ত ৯ মাসের ছোট মেয়েকে নিয়ে চার দিন ধরে ভর্তি আছি। এর মধ্যে চার বছর বয়সী বড় মেয়ে অসুস্থ হয়ে পড়ায় আজ (রোববার) তাকেও ভর্তি করেছি।’
আরেক শিশুর মা রশিদা বেগম বলেন, ‘গত তিন দিন আগে ১০ মাসের শিশু সন্তানকে নিয়ে হাসপাতাল ভর্তি হই। এখন সে কিছুটা ভালো আছে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বদরুদ্দোজা বলেন, শীতের তীব্রতা বাড়লে ঠান্ডাজনিত রোগ বেশি হয়। এতে সবচেয়ে বেশি আক্রান্ত হয় শিশুরা। হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বেশি। আমরাও শিশুদের গুরুত্বসহকারে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি।
তিনি বলেন, শীতের সময় সবার বাড়তি সতর্কতা অবলম্বন করা একান্ত প্রয়োজন।
আজ রোববার রাত সোয়া ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করা হয়। বিক্ষোভকালে ছাত্রদলের নেতা-কর্মীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিতের দাবি জানান।
১৫ মিনিট আগেদেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলোকে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, এসব ঘটনা নিছক দুর্ঘটনা নয়, বরং দেশের স্থিতিশীলতা ও অর্থনীতিকে নড়বড়ে করার উদ্দেশ্যে সাজানো চক্রান্ত।
২০ মিনিট আগেশিল্পপতি এ কে আজাদের গণসংযোগ চলাকালে শোডাউন করেছেন বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা। এ সময় এ কে আজাদের দুটি গাড়ি ভাঙচুরসহ তাঁর ওপর হামলা করার চেষ্টার অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
২১ মিনিট আগেআজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রবিন ইসলাম উপজেলার দত্তকুশা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি বগুড়ার শাহজাদপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে উপসহকারী প্রকৌশলী পদে কর্মরত ছিলেন।
২৪ মিনিট আগে