তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের তাড়াশে কমিউনিটি ক্লিনিকগুলোতে দীর্ঘ সাড়ে তিন মাস ধরে ওষুধের তীব্র সংকটের কারণে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। যদিও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বর্তমানে পর্যাপ্ত ওষুধ সরবরাহের দাবি করছেন, কিন্তু মাঠপর্যায়ের চিত্র ভিন্ন—চাহিদার তুলনায় অপ্রতুল সরবরাহ নিয়ে হতাশা প্রকাশ করেছেন সেবাগ্রহীতারা ও ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা।
তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে উপজেলায় আটটি ইউনিয়ন ও একটি পৌর এলাকায় মোট ৩১টি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে (বর্তমানে ৩০টি চালু)। এই ক্লিনিকগুলো থেকে বিনা খরচে চিকিৎসার পরামর্শের পাশাপাশি রোগীদের রোগ অনুযায়ী প্রায় ২২ প্রকার ওষুধ সরবরাহ করার কথা।
কিন্তু ক্লিনিকের কর্মীদের মতে, গত সাড়ে তিন মাস যাবৎ সব ধরনের ওষুধ সরবরাহ বন্ধ। সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরের ১৬ জুন এক কার্টন ওষুধ সরবরাহ করা হয়েছিল, যা দুই সপ্তাহের মধ্যে শেষ হয়ে যায়। এরপর দীর্ঘ বিরতি। স্বাস্থ্যসেবা দানকারী বা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি) এই সময়ে শুধু ব্যবস্থাপত্র দিয়ে রোগীদের বিদায় করতে বাধ্য হয়েছেন।
শোলাপাড়া কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিতে আসা আব্দুল মান্নান ও সবুজপাড়া কমিউনিটি ক্লিনিকে আসা মো. মোখলেছুর রহমান জানান, গত সাড়ে তিন মাস ধরে জ্বর, সর্দি, ভিটামিন, মা ও শিশুদের নানা রোগসহ অন্যান্য রোগের প্রয়োজনীয় সরকারি ওষুধ তাঁরা পাননি।
রোগীরা বলছেন, বর্তমানে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং অ্যান্টিবায়োটিকের মতো গুরুত্বপূর্ণ ওষুধগুলো ক্লিনিক থেকে দেওয়া হয় না। এসব ওষুধ আনতে বা কিনতে তাদের সদর হাসপাতাল বা অন্যত্র যেতে যাতায়াতেই প্রায় ৫০ থেকে ১০০ টাকা খরচ করতে হচ্ছে এবং প্রচুর সময়ও নষ্ট হচ্ছে।
বিভিন্ন মিডিয়ায় লেখালেখির পর গত ২৮ সেপ্টেম্বর ক্লিনিকগুলোতে এক কার্টন করে ওষুধ সরবরাহ করা হয়। তবে সিএইচসিপিরা বলছেন, এই সরবরাহ চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল।
শোলাপাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি ফিরোজ জামান জানান, সাধারণত তিন মাস পরপর ওষুধ সরবরাহ করা হতো, যা দিয়ে তিন মাসে প্রায় ৩ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৭০০ রোগীর চাহিদা মেটানো সম্ভব ছিল। তিনি বলেন, ‘প্রতিদিন গড়ে ২৫০ থেকে ৩০০ রোগী ব্যবস্থাপত্র নেন। ২৮ সেপ্টেম্বর প্রাপ্ত ওষুধে এই মাসের ১৫ দিন চলতে পারে মাত্র। বাকি দিনগুলোর জন্য আরও ওষুধ সরবরাহ না হলে সংকট থেকেই যাবে।’
নওগাঁ কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি বজলার রহমানও জানান, বিগত সাড়ে তিন মাস সরবরাহ না থাকায় এ অঞ্চলের রোগীদের নানা সমস্যায় পড়তে হয়েছে।
এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা ডা. মো. এরফান আহম্মেদ বলেন, ‘২০২৫-২৬ নতুন অর্থবছরের ওষুধ কেনার দরপত্র আহ্বান করার কারণে ওষুধ সরবরাহ কিছুটা বিঘ্নিত হয়েছিল। তবে এখন পর্যাপ্ত ওষুধ সরবরাহ করা হয়েছে।’
সিরাজগঞ্জের তাড়াশে কমিউনিটি ক্লিনিকগুলোতে দীর্ঘ সাড়ে তিন মাস ধরে ওষুধের তীব্র সংকটের কারণে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। যদিও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বর্তমানে পর্যাপ্ত ওষুধ সরবরাহের দাবি করছেন, কিন্তু মাঠপর্যায়ের চিত্র ভিন্ন—চাহিদার তুলনায় অপ্রতুল সরবরাহ নিয়ে হতাশা প্রকাশ করেছেন সেবাগ্রহীতারা ও ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা।
তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে উপজেলায় আটটি ইউনিয়ন ও একটি পৌর এলাকায় মোট ৩১টি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে (বর্তমানে ৩০টি চালু)। এই ক্লিনিকগুলো থেকে বিনা খরচে চিকিৎসার পরামর্শের পাশাপাশি রোগীদের রোগ অনুযায়ী প্রায় ২২ প্রকার ওষুধ সরবরাহ করার কথা।
কিন্তু ক্লিনিকের কর্মীদের মতে, গত সাড়ে তিন মাস যাবৎ সব ধরনের ওষুধ সরবরাহ বন্ধ। সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরের ১৬ জুন এক কার্টন ওষুধ সরবরাহ করা হয়েছিল, যা দুই সপ্তাহের মধ্যে শেষ হয়ে যায়। এরপর দীর্ঘ বিরতি। স্বাস্থ্যসেবা দানকারী বা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি) এই সময়ে শুধু ব্যবস্থাপত্র দিয়ে রোগীদের বিদায় করতে বাধ্য হয়েছেন।
শোলাপাড়া কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিতে আসা আব্দুল মান্নান ও সবুজপাড়া কমিউনিটি ক্লিনিকে আসা মো. মোখলেছুর রহমান জানান, গত সাড়ে তিন মাস ধরে জ্বর, সর্দি, ভিটামিন, মা ও শিশুদের নানা রোগসহ অন্যান্য রোগের প্রয়োজনীয় সরকারি ওষুধ তাঁরা পাননি।
রোগীরা বলছেন, বর্তমানে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং অ্যান্টিবায়োটিকের মতো গুরুত্বপূর্ণ ওষুধগুলো ক্লিনিক থেকে দেওয়া হয় না। এসব ওষুধ আনতে বা কিনতে তাদের সদর হাসপাতাল বা অন্যত্র যেতে যাতায়াতেই প্রায় ৫০ থেকে ১০০ টাকা খরচ করতে হচ্ছে এবং প্রচুর সময়ও নষ্ট হচ্ছে।
বিভিন্ন মিডিয়ায় লেখালেখির পর গত ২৮ সেপ্টেম্বর ক্লিনিকগুলোতে এক কার্টন করে ওষুধ সরবরাহ করা হয়। তবে সিএইচসিপিরা বলছেন, এই সরবরাহ চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল।
শোলাপাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি ফিরোজ জামান জানান, সাধারণত তিন মাস পরপর ওষুধ সরবরাহ করা হতো, যা দিয়ে তিন মাসে প্রায় ৩ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৭০০ রোগীর চাহিদা মেটানো সম্ভব ছিল। তিনি বলেন, ‘প্রতিদিন গড়ে ২৫০ থেকে ৩০০ রোগী ব্যবস্থাপত্র নেন। ২৮ সেপ্টেম্বর প্রাপ্ত ওষুধে এই মাসের ১৫ দিন চলতে পারে মাত্র। বাকি দিনগুলোর জন্য আরও ওষুধ সরবরাহ না হলে সংকট থেকেই যাবে।’
নওগাঁ কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি বজলার রহমানও জানান, বিগত সাড়ে তিন মাস সরবরাহ না থাকায় এ অঞ্চলের রোগীদের নানা সমস্যায় পড়তে হয়েছে।
এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা ডা. মো. এরফান আহম্মেদ বলেন, ‘২০২৫-২৬ নতুন অর্থবছরের ওষুধ কেনার দরপত্র আহ্বান করার কারণে ওষুধ সরবরাহ কিছুটা বিঘ্নিত হয়েছিল। তবে এখন পর্যাপ্ত ওষুধ সরবরাহ করা হয়েছে।’
জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে জমে উঠেছে রাজনৈতিক তৎপরতা। জেলার সর্বত্র এখন বিএনপি ও জামায়াতের প্রার্থীদের প্রচার, গণসংযোগ ও উঠান বৈঠক চলছে। তবে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, বিভক্ত নেতৃত্ব ও একাধিক প্রার্থীর কারণে মাঠে তাদের অবস্থান দুর্বল।
১ ঘণ্টা আগেহঠাৎ অস্থির হয়ে উঠেছে দেশের শিক্ষাঙ্গন। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত আলাদা ইস্যু ঘিরে অস্থিরতা বিরাজ করছে। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। তৈরি হচ্ছে প্রশাসনিক জটিলতাও। শঙ্কা দেখা দিচ্ছে সেশনজটসহ নানা সংকটের।
১ ঘণ্টা আগেএকসময় আখের মিষ্টি গন্ধে মুখর থাকত রংপুরের বদরগঞ্জ উপজেলার গ্রামগুলো। চিনিকলের সাইরেন বাজলেই প্রাণ ফিরত শ্রমিকপল্লিতে, জমজমাট হতো স্থানীয় বাজার। কিন্তু সেই সাইরেন বহুদিন বন্ধ। ৯ মাস আগে পুনরায় চালুর ঘোষণা এলেও এখনো বন্ধই পড়ে আছে এখানকার একমাত্র ভারী শিল্প শ্যামপুর সুগার মিল।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীর চরের অন্তত দুই বিঘা জমি দখলচেষ্টার অভিযোগ উঠেছে। এরই মধ্যে চরের এক পাশে ১০ ফুট উঁচু সীমানাপ্রাচীর নির্মাণকাজ শেষ হয়েছে। উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের গোসিঙ্গা বাজারের পাশের চরে এই স্থাপনা নির্মাণ করা হয়।
২ ঘণ্টা আগে