সিরাজগঞ্জ প্রতিনিধি
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মেম্বার হওয়ার পর এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেন সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের আব্দুল হাকিম। এক সময়ের আওয়ামী লীগ নেতা এবার বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইউপি মেম্বারের পর সংসদ নির্বাচনে অংশ নেওয়ায় এলাকায় তাঁকে নিয়ে চলছে আলোচনা।
আব্দুল হাকিম বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) সিরাজগঞ্জের চৌহালী উপজেলা শাখার সভাপতি। এর আগে, তিনি চৌহালী উপজেলা যুবলীগের সহসভাপতি, খাসকাউলিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক, খাসকাউলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ২০০৩-২০১১ পর্যন্ত খাসকাউলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বর হিসেবে দায়িত্ব পালন করেন।
আব্দুল হাকিম বলেন, ‘আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। আমাকে চৌহালী উপজেলা আওয়ামী লীগে পদ দেওয়ার কথা ছিল। কিন্তু দেওয়া হয়নি। আমাকে মূল্যায়ন করা হয়নি। এমন সময় আমার কাছে প্রস্তাব আসে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) সিরাজগঞ্জের চৌহালী উপজেলা শাখার সভাপতি হওয়া ও জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা। আমি তাদের প্রস্তাবে রাজি হয়ে নির্বাচনে অংশ নিয়েছি। এলাকার মানুষ পরিবর্তন চায়। আশা করি, ভোটাররা আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে।’
খাসকাউলিয়া ইউনিয়নের মাসুদ রানা বলেন, ‘আমি তরুণ ভোটার। এবার ভোট দেব। আব্দুল হাকিম ভাই নির্বাচন করছেন শুনেছি। এ ছাড়া আরও অনেক প্রার্থী আছেন। যোগ্য প্রার্থীকে ভোট দেব।’
এনায়েতপুরের তাঁত ব্যবসায়ী আলী বলেন, ‘এই আসনে একাধিক প্রার্থী আছেন। সবাইকে চিনি না। পরিচিত দু-একজন আছে বাকিরা অপরিচিত। যাকে ভোট দেব জেনে শুনেই দেব। তাঁর দ্বারা যেন এলাকায় উন্নয়ন হয়।’
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা সদরের জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমরা তাঁকে ( আব্দুল হাকিম)ন আওয়ামী লীগ নেতা হিসাবে চিনি। ইউপি সদস্য ছিলেন। এলাকায় তাঁর জনপ্রিয়তা আছে। এখন শুনছি তিনি অন্য দলের থেকে নির্বাচন করছেন। তারপরও তাঁর ভোট পাওয়ার সম্ভবনা রয়েছে।’
এ আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত আব্দুল মমিন মণ্ডল, জাতীয় পার্টির ফজলুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) আব্দুল হাকিম, স্বতন্ত্র প্রার্থী সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, স্বতন্ত্র প্রার্থী বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, স্বতন্ত্র প্রার্থী চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন কৃষক শ্রমিক জনতা লীগের নাজমুল হক।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মেম্বার হওয়ার পর এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেন সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের আব্দুল হাকিম। এক সময়ের আওয়ামী লীগ নেতা এবার বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইউপি মেম্বারের পর সংসদ নির্বাচনে অংশ নেওয়ায় এলাকায় তাঁকে নিয়ে চলছে আলোচনা।
আব্দুল হাকিম বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) সিরাজগঞ্জের চৌহালী উপজেলা শাখার সভাপতি। এর আগে, তিনি চৌহালী উপজেলা যুবলীগের সহসভাপতি, খাসকাউলিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক, খাসকাউলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ২০০৩-২০১১ পর্যন্ত খাসকাউলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বর হিসেবে দায়িত্ব পালন করেন।
আব্দুল হাকিম বলেন, ‘আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। আমাকে চৌহালী উপজেলা আওয়ামী লীগে পদ দেওয়ার কথা ছিল। কিন্তু দেওয়া হয়নি। আমাকে মূল্যায়ন করা হয়নি। এমন সময় আমার কাছে প্রস্তাব আসে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) সিরাজগঞ্জের চৌহালী উপজেলা শাখার সভাপতি হওয়া ও জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা। আমি তাদের প্রস্তাবে রাজি হয়ে নির্বাচনে অংশ নিয়েছি। এলাকার মানুষ পরিবর্তন চায়। আশা করি, ভোটাররা আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে।’
খাসকাউলিয়া ইউনিয়নের মাসুদ রানা বলেন, ‘আমি তরুণ ভোটার। এবার ভোট দেব। আব্দুল হাকিম ভাই নির্বাচন করছেন শুনেছি। এ ছাড়া আরও অনেক প্রার্থী আছেন। যোগ্য প্রার্থীকে ভোট দেব।’
এনায়েতপুরের তাঁত ব্যবসায়ী আলী বলেন, ‘এই আসনে একাধিক প্রার্থী আছেন। সবাইকে চিনি না। পরিচিত দু-একজন আছে বাকিরা অপরিচিত। যাকে ভোট দেব জেনে শুনেই দেব। তাঁর দ্বারা যেন এলাকায় উন্নয়ন হয়।’
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা সদরের জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমরা তাঁকে ( আব্দুল হাকিম)ন আওয়ামী লীগ নেতা হিসাবে চিনি। ইউপি সদস্য ছিলেন। এলাকায় তাঁর জনপ্রিয়তা আছে। এখন শুনছি তিনি অন্য দলের থেকে নির্বাচন করছেন। তারপরও তাঁর ভোট পাওয়ার সম্ভবনা রয়েছে।’
এ আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত আব্দুল মমিন মণ্ডল, জাতীয় পার্টির ফজলুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) আব্দুল হাকিম, স্বতন্ত্র প্রার্থী সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, স্বতন্ত্র প্রার্থী বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, স্বতন্ত্র প্রার্থী চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন কৃষক শ্রমিক জনতা লীগের নাজমুল হক।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়নের বাঁশকুড়ি গ্রামে মা-বাবা হত্যার মর্মান্তিক ঘটনায় গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এই ঘটনার পর থেকে ঘাতক ছেলে রিয়াদ হোসেন রাজুর ৯ মাসের শিশুকন্যা সিদরাতুল মুনতাহা রাইসা ও তার মা এখন চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে দেশের জনগণ ‘দাঁড়িপাল্লায় নীরবে ভোট দিয়ে’ এক নীরব বিপ্লব ঘটাবে। সম্প্রতি চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবিরের নিরঙ্কুশ বিজয় সেই ইঙ্গিতই দিচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
১ ঘণ্টা আগেজাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে জমে উঠেছে রাজনৈতিক তৎপরতা। জেলার সর্বত্র এখন বিএনপি ও জামায়াতের প্রার্থীদের প্রচার, গণসংযোগ ও উঠান বৈঠক চলছে। তবে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, বিভক্ত নেতৃত্ব ও একাধিক প্রার্থীর কারণে মাঠে তাদের অবস্থান দুর্বল।
৬ ঘণ্টা আগেহঠাৎ অস্থির হয়ে উঠেছে দেশের শিক্ষাঙ্গন। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত আলাদা ইস্যু ঘিরে অস্থিরতা বিরাজ করছে। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। তৈরি হচ্ছে প্রশাসনিক জটিলতাও। শঙ্কা দেখা দিচ্ছে সেশনজটসহ নানা সংকটের।
৬ ঘণ্টা আগে