শেরপুর প্রতিনিধি
শেরপুরে পাহাড়ি সব নদ-নদীর পানি বেড়েছে। এর মধ্যে নালিতাবাড়ীতে চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আজ সোমবার বিকেলে এই তথ্য জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পাহাড়ি ঢলে জেলার নিম্নাঞ্চল ও খাল-বিলে পানি বেড়েছে। তবে এখনো কোনো বাড়িঘর প্লাবিত হয়নি।
এদিকে সকালে ঝিনাইগাতীর ধানশাইল ইউনিয়নের কাড়াগাঁও এলাকায় সোমেশ্বরী নদীর পাড় ভেঙে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। তখন সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হলেও ঘণ্টাখানেক পরে নেমে যায়।
পাউবোর তথ্যমতে, ভারতের মেঘালয়ে গত কয়েক দিন বৃষ্টিপাত হওয়ায় আজ সোমবার সকালে চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। তবে দুপুর নাগাদ পানি কমতে শুরু করে। বিকেল পৌনে ৪টায় পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
তবে বেড়েছে ভোগাই নদীর পানি। নাকুগাঁও পয়েন্টে ১৩৪ সেন্টিমিটার ও নালিতাবাড়ী পয়েন্টে ৬৬ সেন্টিমিটার এবং সদরে পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ৫৯৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর ঝিনাইগাতীতে সোমেশ্বরী ও মহারশি নদীর পানি সকালে বাড়লেও দুপুর থেকে কমতে শুরু করে।
উজানের পানি নেমে নালিতাবাড়ীর কলসপাড় ইউনিয়নের নিম্নাঞ্চলে প্রবেশ করেছে। একই সঙ্গে খাল-বিলে পানি বেড়েছে। যেকোনো সময় পানি আরও বেড়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন।
জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আখিনুজ্জামান বলেন, উজানে বৃষ্টিপাত হওয়ায় শেরপুরের নদ-নদীর পানি সমতল বেড়েছে। তবে আগামী ১২ ঘণ্টায় পানি কমতে শুরু করবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া সোমেশ্বরী নদীর পাড়ের ভাঙা অংশ দিয়ে নিম্নাঞ্চলে কিছুটা পানি প্রবেশ করেছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শেরপুরে পাহাড়ি সব নদ-নদীর পানি বেড়েছে। এর মধ্যে নালিতাবাড়ীতে চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আজ সোমবার বিকেলে এই তথ্য জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পাহাড়ি ঢলে জেলার নিম্নাঞ্চল ও খাল-বিলে পানি বেড়েছে। তবে এখনো কোনো বাড়িঘর প্লাবিত হয়নি।
এদিকে সকালে ঝিনাইগাতীর ধানশাইল ইউনিয়নের কাড়াগাঁও এলাকায় সোমেশ্বরী নদীর পাড় ভেঙে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। তখন সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হলেও ঘণ্টাখানেক পরে নেমে যায়।
পাউবোর তথ্যমতে, ভারতের মেঘালয়ে গত কয়েক দিন বৃষ্টিপাত হওয়ায় আজ সোমবার সকালে চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। তবে দুপুর নাগাদ পানি কমতে শুরু করে। বিকেল পৌনে ৪টায় পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
তবে বেড়েছে ভোগাই নদীর পানি। নাকুগাঁও পয়েন্টে ১৩৪ সেন্টিমিটার ও নালিতাবাড়ী পয়েন্টে ৬৬ সেন্টিমিটার এবং সদরে পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ৫৯৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর ঝিনাইগাতীতে সোমেশ্বরী ও মহারশি নদীর পানি সকালে বাড়লেও দুপুর থেকে কমতে শুরু করে।
উজানের পানি নেমে নালিতাবাড়ীর কলসপাড় ইউনিয়নের নিম্নাঞ্চলে প্রবেশ করেছে। একই সঙ্গে খাল-বিলে পানি বেড়েছে। যেকোনো সময় পানি আরও বেড়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন।
জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আখিনুজ্জামান বলেন, উজানে বৃষ্টিপাত হওয়ায় শেরপুরের নদ-নদীর পানি সমতল বেড়েছে। তবে আগামী ১২ ঘণ্টায় পানি কমতে শুরু করবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া সোমেশ্বরী নদীর পাড়ের ভাঙা অংশ দিয়ে নিম্নাঞ্চলে কিছুটা পানি প্রবেশ করেছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে আজ দুপুরে লাগা ভয়াবহ আগুনে শত শত টন আমদানি করা পণ্যের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।
৭ মিনিট আগেসিরাজগঞ্জের উল্লাপাড়ার একটি ডোবার কচুরিপানার নিচ থেকে মানুষের তিনটি হাড় উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রামকৃষ্ণপুর ইউনিয়নের চকনিহাল এলাকা থেকে হাড়গুলো উদ্ধার করা হয়। সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে
৯ মিনিট আগেদিনাজপুরের ফুলবাড়ীতে ২৩ দিন পর সাব্বির হোসেন সবুজ (২৫) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। হত্যার পর মরদেহ তিন টুকরো করে লুকিয়ে রাখেন সবুজের বাড়ির কাজের লোক আব্দুর হামেদ। আজ শনিবার সকালে ফুলবাড়ী থানা চত্বরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মো. মারুফাত হুসাইন এ তথ্য জানান।
১৬ মিনিট আগেঈদগাহ মাঠ নিয়ে দুই গ্রামের দ্বন্দ্বের জেরে ১৫ দিন ধরে বন্ধ রয়েছে স্থানীয় একটি বাজারের অন্তত ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান। এতে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। তাঁদের অনেকে ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে পড়েছেন বিপাকে। পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বন্যাগাড়ি গ্রামের ভুক্তভোগী ২০ জন ব্যবসায়ী
২৫ মিনিট আগে