নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে হাজি নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষের ঘটনায় কলেজ ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান মুক্তারসহ ১০ জনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার বিকেলে এক আহত শিক্ষার্থীর বাবার করা মামলায় আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে এইচএসসির ইয়ার চেঞ্জ পরীক্ষা চলাকালে নন্নী উত্তরবন্দ গ্রামের ফরহাদ নামের এক পরীক্ষার্থীকে বেঞ্চে বসা নিয়ে একই শ্রেণির খালভাঙ্গা এলাকার অপর পরীক্ষার্থী আমিনুল ইসলাম আকাশ ধাক্কা দেয়। ফরহাদের বন্ধু পরীক্ষার্থী শাকিল এর প্রতিবাদ করলে আকাশ কলেজ ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান মুক্তারকে সংবাদ দেয়। খবর পেয়ে মুক্তার বহিরাগত অনুসারীদের নিয়ে কলেজে যায়। এ সময় স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার কথা থাকলেও হঠাৎই বহিরাগতরা শাকিলকে মারধর ও ক্ষুরাঘাত করে।
এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে কলেজ ছাত্রদলের সভাপতিসহ বহিরাগতদের ওপর হামলা চালান। পরিস্থিতি বেগতিক দেখে ছাত্রদল সভাপতিসহ অন্যরা কলেজের অফিসকক্ষে আশ্রয় নেন। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী বহিরাগতদের দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেন। এ সময় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একপর্যায়ে বিকেল সাড়ে ৪টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এ ঘটনায় কলেজের চার শিক্ষার্থী বহিরাগতসহ মোট ১৮ জনকে আটক করে পুলিশ। পরে রাতেই আহত শাকিলের বাবা খাইরুল ইসলাম বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা করলে কলেজ ছাত্রদলের সভাপতিসহ জড়িত ১০ জনকে গ্রেপ্তার করে। আটক অন্যদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, নামীয় ১০ জনসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ১০ জনকে আজ বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শেরপুরের নালিতাবাড়ীতে হাজি নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষের ঘটনায় কলেজ ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান মুক্তারসহ ১০ জনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার বিকেলে এক আহত শিক্ষার্থীর বাবার করা মামলায় আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে এইচএসসির ইয়ার চেঞ্জ পরীক্ষা চলাকালে নন্নী উত্তরবন্দ গ্রামের ফরহাদ নামের এক পরীক্ষার্থীকে বেঞ্চে বসা নিয়ে একই শ্রেণির খালভাঙ্গা এলাকার অপর পরীক্ষার্থী আমিনুল ইসলাম আকাশ ধাক্কা দেয়। ফরহাদের বন্ধু পরীক্ষার্থী শাকিল এর প্রতিবাদ করলে আকাশ কলেজ ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান মুক্তারকে সংবাদ দেয়। খবর পেয়ে মুক্তার বহিরাগত অনুসারীদের নিয়ে কলেজে যায়। এ সময় স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার কথা থাকলেও হঠাৎই বহিরাগতরা শাকিলকে মারধর ও ক্ষুরাঘাত করে।
এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে কলেজ ছাত্রদলের সভাপতিসহ বহিরাগতদের ওপর হামলা চালান। পরিস্থিতি বেগতিক দেখে ছাত্রদল সভাপতিসহ অন্যরা কলেজের অফিসকক্ষে আশ্রয় নেন। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী বহিরাগতদের দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেন। এ সময় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একপর্যায়ে বিকেল সাড়ে ৪টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এ ঘটনায় কলেজের চার শিক্ষার্থী বহিরাগতসহ মোট ১৮ জনকে আটক করে পুলিশ। পরে রাতেই আহত শাকিলের বাবা খাইরুল ইসলাম বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা করলে কলেজ ছাত্রদলের সভাপতিসহ জড়িত ১০ জনকে গ্রেপ্তার করে। আটক অন্যদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, নামীয় ১০ জনসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ১০ জনকে আজ বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
দলীয় পরিচয়ের বাইরে গিয়ে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চান রাকসুর নবনির্বাচিত জিএস সালাহউদ্দিন আম্মার। শুক্রবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণার পর সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এসব কথা বলেন।
১৬ মিনিট আগেকলেজ সেকশনে ১২ জন শিক্ষক রয়েছেন। আর কলেজ থেকে মাত্র একজন শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। কিন্তু সেই শিক্ষার্থীও ফেল করেছেন। রংপুরের পীরগাছা উপজেলার কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষায় এমন ফল বিপর্যয়ের চিত্র মিলেছে।
২৫ মিনিট আগেবগুড়ার দুপচাঁচিয়ায় টিনের চাল কেটে বাড়িতে ঢুকে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা কয়েক লাখ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার তালোড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বিমলা পোদ্দার (৬৭)।
৩৮ মিনিট আগেমেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের নলবোনার বিলে দেখা মিলেছে শাপলা ফুলের। আর এসব ফুল তুলতে বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসছে শিশু-কিশোর ও মাঠে কাজ করতে আসা কৃষকেরা। সাপের ভয় থাকলেও পানিতে নেমে ফুল তুলছে তারা।
১ ঘণ্টা আগে