ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন আমিন তাঁর মেয়ের জামাই সৈয়দ আবদুল হাদি জিল্লুকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে।
আগামী ২৬ ডিসেম্বর ডামুড্যা উপজেলার ৭টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় আজ চলছে মনোনয়নপত্র যাচাই-বাছাই। কিন্তু এ নির্বাচনকে ঘিরে সিড্যা ইউনিয়নে বেশ কিছুদিন ধরে জনগণের মুখে একটাই কথা যে, জামাই-শ্বশুরের ভোটযুদ্ধ।
কিন্তু সাধারণ মানুষের আশায় গুড়েবালি। গতকাল রোববার সন্ধ্যায় সিড্যা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন আমিন তাঁর অনুসারীদের ডেকে বিগত পাঁচ বছরের ত্রুটি-বিচ্যুতি ক্ষমা চেয়ে এবং তাঁর মেয়ের জামাই সাবেক চেয়ারম্যান আমেরিকাপ্রবাসী সৈয়দ আবদুল হাদি জিল্লুর সঙ্গে কাজ করার নির্দেশ দেন।
এ বিষয় নিয়ে সিড্যা ইউনিয়নের নতুন ভোটার রুহুল আমিন দৈনিক আজকের পত্রিকাকে বলেন, 'জামাই-শ্বশুরের নির্বাচন এ কথা আগে অনেক শুনেছি কিন্তু কোনো দিন দেখার সুযোগ হয়নি, তাই ভাবলাম এবার মনে হয় আমাদের নিজ ইউনিয়নে চেয়ারম্যান পদে জামাই-শ্বশুরের জমজমাট ভোটের লড়াই দেখতে পারব। শ্বশুরের মহানুভবতায় সে দৃশ্য আর আমাদের দেখা হলো না।'
শ্বশুর আলাউদ্দিন আমিন বলেন, 'আমি বিগত পাঁচ বছর আপনাদের সেবা করার চেষ্টা করেছি, তবে সফলতার মাপকাঠি আপনাদের হাতেই ছেড়ে দিলাম। আমি আবারও চেয়ারম্যান হয়ে আপনাদের সেবা করতে চেয়েছিলাম কিন্তু একদিকে আমার বার্ধক্যজনিত নানা সমসস্যা দেখা দিচ্ছে, অপরদিকে আমার মেয়ের জামাতা এ ইউনিয়নের প্রার্থী হয়েছে। এ নিয়ে এলাকার মানুষের মধ্যে নানান রকমের কথা বলাবলি শুরু হয়েছে। সে জন্য আমি আমার জামাতাকে সমর্থন দিয়ে এবারের নির্বাচন হতে সরে দাঁড়ালাম।'
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন আমিন তাঁর মেয়ের জামাই সৈয়দ আবদুল হাদি জিল্লুকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে।
আগামী ২৬ ডিসেম্বর ডামুড্যা উপজেলার ৭টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় আজ চলছে মনোনয়নপত্র যাচাই-বাছাই। কিন্তু এ নির্বাচনকে ঘিরে সিড্যা ইউনিয়নে বেশ কিছুদিন ধরে জনগণের মুখে একটাই কথা যে, জামাই-শ্বশুরের ভোটযুদ্ধ।
কিন্তু সাধারণ মানুষের আশায় গুড়েবালি। গতকাল রোববার সন্ধ্যায় সিড্যা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন আমিন তাঁর অনুসারীদের ডেকে বিগত পাঁচ বছরের ত্রুটি-বিচ্যুতি ক্ষমা চেয়ে এবং তাঁর মেয়ের জামাই সাবেক চেয়ারম্যান আমেরিকাপ্রবাসী সৈয়দ আবদুল হাদি জিল্লুর সঙ্গে কাজ করার নির্দেশ দেন।
এ বিষয় নিয়ে সিড্যা ইউনিয়নের নতুন ভোটার রুহুল আমিন দৈনিক আজকের পত্রিকাকে বলেন, 'জামাই-শ্বশুরের নির্বাচন এ কথা আগে অনেক শুনেছি কিন্তু কোনো দিন দেখার সুযোগ হয়নি, তাই ভাবলাম এবার মনে হয় আমাদের নিজ ইউনিয়নে চেয়ারম্যান পদে জামাই-শ্বশুরের জমজমাট ভোটের লড়াই দেখতে পারব। শ্বশুরের মহানুভবতায় সে দৃশ্য আর আমাদের দেখা হলো না।'
শ্বশুর আলাউদ্দিন আমিন বলেন, 'আমি বিগত পাঁচ বছর আপনাদের সেবা করার চেষ্টা করেছি, তবে সফলতার মাপকাঠি আপনাদের হাতেই ছেড়ে দিলাম। আমি আবারও চেয়ারম্যান হয়ে আপনাদের সেবা করতে চেয়েছিলাম কিন্তু একদিকে আমার বার্ধক্যজনিত নানা সমসস্যা দেখা দিচ্ছে, অপরদিকে আমার মেয়ের জামাতা এ ইউনিয়নের প্রার্থী হয়েছে। এ নিয়ে এলাকার মানুষের মধ্যে নানান রকমের কথা বলাবলি শুরু হয়েছে। সে জন্য আমি আমার জামাতাকে সমর্থন দিয়ে এবারের নির্বাচন হতে সরে দাঁড়ালাম।'
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় অবৈধ অস্ত্র প্রদর্শনের অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা।
১৮ মিনিট আগেসুন্দরবনের দুবলার চরে তিন দিনব্যাপী রাসপূর্ণিমা উৎসব আগামী ৩ নভেম্বর শুরু হচ্ছে। পুণ্যস্নানের জন্য সনাতন ধর্মাবলম্বী ও দর্শনার্থীদের যাতায়াতে বন বিভাগ পাঁচটি পথ (রুট) নির্ধারণ করেছে। এ সময় হরিণ মারার ফাঁদসহ বিভিন্ন দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে।
৩৫ মিনিট আগেলাইসেন্সধারী খুচরা সার বিক্রেতাদের জন্য ২০০৯ সালের নীতিমালা বহাল রাখার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আজ রোববার (১৯ অক্টোবর) সংগঠনের সদর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন প্রাঙ্গণে এ মানববন্ধন হয়। এতে উপজেলার ৫১ জন খুচরা
৩৭ মিনিট আগেসিটিটিসি ও ডিবি উভয় সংস্থা জানায়, গ্রেপ্তারকৃতরা সরকারের বিরুদ্ধে নাশকতা চালিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেষ্টায় লিপ্ত ছিলেন। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
৩৭ মিনিট আগে