নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এক মাস আগে শরীয়তপুরের জাজিরায় ব্যবসায়ীকে গভীর রাতে বাড়ি থেকে তুলে থানায় নিয়ে পিটিয়ে ৭২ লাখ টাকার চেক লিখে নেওয়ার ঘটনায় জড়িত অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে বরখাস্তের আদেশ দেওয়া হয়।
এতে বলা হয়, শৃঙ্খলা পরিপন্থী কাজের প্রমাণ পাওয়ায় সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮-এর ১২ (১) অনুযায় তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
গত ৩১ মে জাজিরার নাওডোবা বাজারের ব্যবসায়ী আবু জাফর ওরফে ঠান্ডু চোকদারকে গভীর রাতে বাড়ি থেকে তুলে নেয় পুলিশ। তাঁকে পদ্মা সেতু দক্ষিণ থানায় আটকে রেখে পিটিয়ে ৭২ লাখ টাকার চেক লিখে নেওয়ার অভিযোগ ওঠে।
ওই ঘটনায় শরীয়তপুর পুলিশ সুপারের কাছে গত ২ জুন অভিযোগ দেন ব্যবসায়ীর ভাই। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পুলিশ। তদন্তকারী কর্মকর্তারা পাঁচটি চেক উদ্ধার করে। ঘটনার সত্যতা পেয়ে প্রতিবেদন দেয় তদন্তকারী কর্মকর্তা। তাঁদের বিরুদ্ধে ভুক্তোভোগী আদালতে একটি মামলাও করেছেন।
এ ঘটনায় এরই মধ্যে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও পরিদর্শক (তদন্ত) সুরুজ উদ্দিন আহম্মেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরপর রাষ্ট্রপতির আদেশক্রমে রাসেল মনিরকে বরখাস্ত করা হলো।
রাসেল মনির ২০২২ সালের নভেম্বরে শরীয়তপুর জেলা পুলিশে যোগ দেন। তিনি বিসিএস পুলিশ ক্যাডারের ৩৪ ব্যাচের কর্মকর্তা।
এক মাস আগে শরীয়তপুরের জাজিরায় ব্যবসায়ীকে গভীর রাতে বাড়ি থেকে তুলে থানায় নিয়ে পিটিয়ে ৭২ লাখ টাকার চেক লিখে নেওয়ার ঘটনায় জড়িত অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে বরখাস্তের আদেশ দেওয়া হয়।
এতে বলা হয়, শৃঙ্খলা পরিপন্থী কাজের প্রমাণ পাওয়ায় সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮-এর ১২ (১) অনুযায় তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
গত ৩১ মে জাজিরার নাওডোবা বাজারের ব্যবসায়ী আবু জাফর ওরফে ঠান্ডু চোকদারকে গভীর রাতে বাড়ি থেকে তুলে নেয় পুলিশ। তাঁকে পদ্মা সেতু দক্ষিণ থানায় আটকে রেখে পিটিয়ে ৭২ লাখ টাকার চেক লিখে নেওয়ার অভিযোগ ওঠে।
ওই ঘটনায় শরীয়তপুর পুলিশ সুপারের কাছে গত ২ জুন অভিযোগ দেন ব্যবসায়ীর ভাই। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পুলিশ। তদন্তকারী কর্মকর্তারা পাঁচটি চেক উদ্ধার করে। ঘটনার সত্যতা পেয়ে প্রতিবেদন দেয় তদন্তকারী কর্মকর্তা। তাঁদের বিরুদ্ধে ভুক্তোভোগী আদালতে একটি মামলাও করেছেন।
এ ঘটনায় এরই মধ্যে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও পরিদর্শক (তদন্ত) সুরুজ উদ্দিন আহম্মেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরপর রাষ্ট্রপতির আদেশক্রমে রাসেল মনিরকে বরখাস্ত করা হলো।
রাসেল মনির ২০২২ সালের নভেম্বরে শরীয়তপুর জেলা পুলিশে যোগ দেন। তিনি বিসিএস পুলিশ ক্যাডারের ৩৪ ব্যাচের কর্মকর্তা।
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
১৯ মিনিট আগেরাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।
২১ মিনিট আগেআইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বরগুনার বেতাগী উপজেলার চান্দখালীর আল্লাহু চত্বর এলাকায় যৌথ বাহিনী চেকপোস্ট পরিচালনা করেছে। আজ রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করেন নৌবাহিনীর লেফটেন্যান্ট জুম্মান খান।
৩১ মিনিট আগেপটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নাহিদের (৭) লাশ উদ্ধার করা হয়েছে।
৩৪ মিনিট আগে