নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডিঙ্গামানিক ইউনিয়নে চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজ সরদার অ্যাম্বুলেন্সে করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। গতকাল বুধবার দুপুরে ডিঙ্গামানিক ইউনিয়নের বিভিন্ন সড়কে অ্যাম্বুলেন্সে করে তিনি প্রচারণা চালান।
স্থানীয় ও কর্মীরা বলেন, গত সোমবার সকালে ডিঙ্গামানিক ইউনিয়নের পন্ডিতসার বাজারে হামলার শিকার হন আব্দুল আজিজ। এতে গুরুতরভাবে আহত হন তিনি। তাঁকে প্রথমে নড়িয়া হাসপাতাল এবং পরে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার তিনি হাসপাতাল থেকে বাসায় আসার পথে ডিঙ্গামানিকের বিভিন্ন ওয়ার্ডে অ্যাম্বুলেন্সে করে প্রচারণা চালান। এ সময় তাঁর সঙ্গে কয়েক শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আজিজ সরদার বলেন, ‘আমি ঠিকমতো হাটতে পারছি না। নির্বাচন ঘনিয়ে আসছে। এখন যদি কাজ করতে না পারি, তাহলে তো নির্বাচনের ফলাফল ভালো হবে না। তাই আমি হাসপাতাল থেকে আসার পথে অ্যাম্বুলেন্সে করে ডিঙ্গামানিকের বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের সঙ্গে দেখা করি। তাঁরা আমাকে ছুটে এসে দোয়া করেছে। আশা করি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হব।’
আজিজ আরও বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাছির ফকিরের লোকজন এখনো হুমকি-ধমকি দিচ্ছে। আমার কর্মীদের মেরে ফেলারও হুমকি দিচ্ছে। তাঁরা চায় না আমি নির্বাচন করি।’
উল্লেখ্য, গত সোমবার সকালে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী নাছির ফকিরের সমর্থকেরা আজিজের ওপর হামলা করেন। এতে তিনি বুকে মারাত্মক আঘাত পান। এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নড়িয়ার হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডিঙ্গামানিক ইউনিয়নে চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজ সরদার অ্যাম্বুলেন্সে করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। গতকাল বুধবার দুপুরে ডিঙ্গামানিক ইউনিয়নের বিভিন্ন সড়কে অ্যাম্বুলেন্সে করে তিনি প্রচারণা চালান।
স্থানীয় ও কর্মীরা বলেন, গত সোমবার সকালে ডিঙ্গামানিক ইউনিয়নের পন্ডিতসার বাজারে হামলার শিকার হন আব্দুল আজিজ। এতে গুরুতরভাবে আহত হন তিনি। তাঁকে প্রথমে নড়িয়া হাসপাতাল এবং পরে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার তিনি হাসপাতাল থেকে বাসায় আসার পথে ডিঙ্গামানিকের বিভিন্ন ওয়ার্ডে অ্যাম্বুলেন্সে করে প্রচারণা চালান। এ সময় তাঁর সঙ্গে কয়েক শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আজিজ সরদার বলেন, ‘আমি ঠিকমতো হাটতে পারছি না। নির্বাচন ঘনিয়ে আসছে। এখন যদি কাজ করতে না পারি, তাহলে তো নির্বাচনের ফলাফল ভালো হবে না। তাই আমি হাসপাতাল থেকে আসার পথে অ্যাম্বুলেন্সে করে ডিঙ্গামানিকের বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের সঙ্গে দেখা করি। তাঁরা আমাকে ছুটে এসে দোয়া করেছে। আশা করি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হব।’
আজিজ আরও বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাছির ফকিরের লোকজন এখনো হুমকি-ধমকি দিচ্ছে। আমার কর্মীদের মেরে ফেলারও হুমকি দিচ্ছে। তাঁরা চায় না আমি নির্বাচন করি।’
উল্লেখ্য, গত সোমবার সকালে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী নাছির ফকিরের সমর্থকেরা আজিজের ওপর হামলা করেন। এতে তিনি বুকে মারাত্মক আঘাত পান। এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নড়িয়ার হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
১৯ মিনিট আগেরাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।
২১ মিনিট আগেআইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বরগুনার বেতাগী উপজেলার চান্দখালীর আল্লাহু চত্বর এলাকায় যৌথ বাহিনী চেকপোস্ট পরিচালনা করেছে। আজ রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করেন নৌবাহিনীর লেফটেন্যান্ট জুম্মান খান।
৩১ মিনিট আগেপটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নাহিদের (৭) লাশ উদ্ধার করা হয়েছে।
৩৪ মিনিট আগে