Ajker Patrika

মাছের ঘের থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রতিনিধি
মাছের ঘের থেকে নারীর মরদেহ উদ্ধার

কালিগঞ্জ (সাতক্ষীরা): শ্যামনগরে নুরনাহার বেগম (৪০) নামে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

আজ শুক্রবার ভোর ৬টার দিকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান উপজেলার মাজাট অনন্তপুর গ্রামের মোশারফের মাছের ঘের থেকে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করে। তিনি ওই গ্রামের আব্দুল গফফার গাজীর স্ত্রী।

শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে মৎস্য ঘের থেকে ভাসমান অবস্থায় নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য মরদেহ সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। এ নিয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...