সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১৮ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শনিবার কুশখালী ও কৈখালী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে এই হস্তান্তর সম্পন্ন হয়।
ফেরত আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন—ঢাকার কামরাঙ্গীরচর থানার বাবু মিয়ার মেয়ে মারিয়া আক্তার, সেলিম মিয়ার মেয়ে নুসরাত জাহান, সাতক্ষীরার পাটকেলঘাটার নগরঘাটা গ্রামের বিমল কৃষ্ণ মণ্ডলের মেয়ে রাণী মণ্ডল, দেবাশীষ মণ্ডলের মেয়ে রিয়া মণ্ডল, খুলনার কয়ারা উপজেলার নাকসা গ্রামের মৃত আমির গাজীর মেয়ে নাছিমা বিবি, রেজাউল সরদারের মেয়ে সুমাইয়া খাতুন, মিস রোকাইয়া, গাজীপুরের কালিয়াকৈরের বরাব গ্রামের রহমত আলীর মেয়ে সাথী আক্তার, সাতক্ষীরার পাইগাছা গ্রামের নুর ইসলামের ছেলে জাকির হোসেন, নলতার নুর আলী গাজীর ছেলে এনছাফুল ইসলাম, খুলনার গ্রিন ল্যান্ড বি ব্লক এলাকার জয়নাল আবেদীনের মেয়ে তাসলিমা বেগম, আব্দুর রবের মেয়ে ইয়াসমিন, গোপালগঞ্জের তালতলা গ্রামের হারাধনের ছেলে মনিতোষ রায় এবং মিরপুর সেকশন গ্রামের সিরাজের ছেলে নজরুল ইসলাম।
এ ছাড়া ফিরেছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের আব্দুস সালাম সরদারের ছেলে মো. নুর আলম (৩৬), তাঁর স্ত্রী আয়েশা খাতুন (২৬) এবং তাঁদের দুই কন্যা লাবিবা খাতুন (৬) ও লামিয়া খাতুন (১৬ মাস)।
৩৩ বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের প্রেস উইং কর্মকর্তা মিলন হোসেন জানান, আটককৃতরা সাতক্ষীরা, ঢাকা, খুলনাসহ দেশের বিভিন্ন জেলার নাগরিক। তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখানে অবস্থান করছিল। বিএসএফ তাদের আটক করে বিজিবির সঙ্গে যোগাযোগ করে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের ফেরত পাঠায়। রাতে তাদের সাতক্ষীরা সদর ও শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম জানান, পতাকা বৈঠকের মাধ্যমে ১৪ জনকে বিজিবি থানায় জমা দিয়েছে। রোববার তাদের স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলেছে।
কৈখালী সীমান্তে আটক হওয়া নূর আলম জানান, আড়াই বছর আগে পাসপোর্টে করে পরিবারের সঙ্গে ভারতের কেরালায় চিকিৎসার জন্য গিয়েছিলেন। সেখানে চিকিৎসা দীর্ঘমেয়াদি হওয়ায় অবস্থান করতে গিয়ে তাঁদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। পরে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ তাঁদের আটক করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্যা জানান, যাচাই-বাছাই শেষে রোববার সকালে সোপর্দকৃত পাঁচজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১৮ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শনিবার কুশখালী ও কৈখালী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে এই হস্তান্তর সম্পন্ন হয়।
ফেরত আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন—ঢাকার কামরাঙ্গীরচর থানার বাবু মিয়ার মেয়ে মারিয়া আক্তার, সেলিম মিয়ার মেয়ে নুসরাত জাহান, সাতক্ষীরার পাটকেলঘাটার নগরঘাটা গ্রামের বিমল কৃষ্ণ মণ্ডলের মেয়ে রাণী মণ্ডল, দেবাশীষ মণ্ডলের মেয়ে রিয়া মণ্ডল, খুলনার কয়ারা উপজেলার নাকসা গ্রামের মৃত আমির গাজীর মেয়ে নাছিমা বিবি, রেজাউল সরদারের মেয়ে সুমাইয়া খাতুন, মিস রোকাইয়া, গাজীপুরের কালিয়াকৈরের বরাব গ্রামের রহমত আলীর মেয়ে সাথী আক্তার, সাতক্ষীরার পাইগাছা গ্রামের নুর ইসলামের ছেলে জাকির হোসেন, নলতার নুর আলী গাজীর ছেলে এনছাফুল ইসলাম, খুলনার গ্রিন ল্যান্ড বি ব্লক এলাকার জয়নাল আবেদীনের মেয়ে তাসলিমা বেগম, আব্দুর রবের মেয়ে ইয়াসমিন, গোপালগঞ্জের তালতলা গ্রামের হারাধনের ছেলে মনিতোষ রায় এবং মিরপুর সেকশন গ্রামের সিরাজের ছেলে নজরুল ইসলাম।
এ ছাড়া ফিরেছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের আব্দুস সালাম সরদারের ছেলে মো. নুর আলম (৩৬), তাঁর স্ত্রী আয়েশা খাতুন (২৬) এবং তাঁদের দুই কন্যা লাবিবা খাতুন (৬) ও লামিয়া খাতুন (১৬ মাস)।
৩৩ বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের প্রেস উইং কর্মকর্তা মিলন হোসেন জানান, আটককৃতরা সাতক্ষীরা, ঢাকা, খুলনাসহ দেশের বিভিন্ন জেলার নাগরিক। তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখানে অবস্থান করছিল। বিএসএফ তাদের আটক করে বিজিবির সঙ্গে যোগাযোগ করে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের ফেরত পাঠায়। রাতে তাদের সাতক্ষীরা সদর ও শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম জানান, পতাকা বৈঠকের মাধ্যমে ১৪ জনকে বিজিবি থানায় জমা দিয়েছে। রোববার তাদের স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলেছে।
কৈখালী সীমান্তে আটক হওয়া নূর আলম জানান, আড়াই বছর আগে পাসপোর্টে করে পরিবারের সঙ্গে ভারতের কেরালায় চিকিৎসার জন্য গিয়েছিলেন। সেখানে চিকিৎসা দীর্ঘমেয়াদি হওয়ায় অবস্থান করতে গিয়ে তাঁদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। পরে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ তাঁদের আটক করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্যা জানান, যাচাই-বাছাই শেষে রোববার সকালে সোপর্দকৃত পাঁচজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আমদানি পণ্য খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। বিমানবন্দরের ৯ নম্বর গেটে আজ সোমবার (২০ অক্টোবর) বেলা ২টার দিকে কর্তব্যরত অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক), আনসার সদস্য ও কাস্টমস কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।
৪ মিনিট আগেলক্ষ্মীপুরের কমলনগরে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক নারী সদস্য জাহানারা বেগমের বাড়ি জ্বালিয়ে দিয়েছেন এলাকাবাসী।
৭ মিনিট আগে১৯৬৯ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হওয়া অধ্যাপক শামসুজ্জোহার কবর জিয়ারত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থিত শহীদ
২০ মিনিট আগেমামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় গত বছরের ২০ জুলাই দুর্জয় মধ্যবাড্ডার ইউলুপ এলাকায় আন্দোলনে অংশ নেন। এ সময় আন্দোলনকারীদের ওপর হামলা, গুলিবর্ষণ করা হয়। গুলিবিদ্ধ হয়ে দুর্জয়ের দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ছাড়া তিনি মাথায় গুরুতর আঘাত পান।
২২ মিনিট আগে