Ajker Patrika

সুন্দরবন থেকে ৬ বাংলাদেশিকে অপহরণ করেছে ভারতীয় জলদস্যুরা

সাতক্ষীরা প্রতিনিধি
ফাইল ছবি
ফাইল ছবি

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সীমান্ত থেকে ছয় বাংলাদেশি জেলেকে ভারতীয় জলদস্যুরা অপহরণ করেছে বলে খবর পাওয়া গেছে। বুধবার দুপুরে সীমান্তবর্তী মারডাঙ্গা ও হরিণটানা খাল থেকে তাঁদের অপহরণ করা হয়।

অপহরণের শিকার দুজনের নাম জানা গেছে। তাঁরা হলেন রাশিদুল ইসলাম (৩৫) ও আতাউর রহমান (৩২)। রাশিদুল শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের মান্নান বরকন্দাজের ছেলে। আর আতাউর টেংরাখালী গ্রামের শামসুর রহমানের ছেলে।

শ্যামনগরের টেংরাখালী গ্রামের নুরুল হক জানান, দুদিন আগে বন বিভাগের পাস (অনুমতিপত্র) নিয়ে তাঁরা তিনজন সুন্দরবনে যান। বুধবার বেলা ১১টার দিকে ভারতীয় বড় একটি বোট নিয়ে এসে জলদস্যুরা তাঁদের অপহরণের চেষ্টা চালায়। এ সময় তাঁরা তিনজন নৌকা ছেড়ে বনের মধ্যে পালিয়ে গেলে দস্যুরা নৌকা নিয়ে চলে যায়।

তবে একই গ্রামের ওয়েজকুরুনি জানান, তাঁরা অন্য জেলেদের সঙ্গে মারঢাঙ্গা খালে মাছ ধরছিলেন। এ সময় ৯ সদস্যের জলদস্যু দলটি সেখানে পৌঁছে দুই নৌকা থেকে ছয়জনকে উঠিয়ে নিয়ে যায়। দস্যুদের হাত থেকে বাঁচতে অপর তিনটি নৌকায় অবস্থানরত জেলেরা বনের মধ্যে উঠে যান।

শ্যামনগরের কালিঞ্চি গ্রামের মোশারফ হোসেন বুধবার বিকেলে জানান, তাঁর পাশের নৌকা থেকে দুই জেলেকে তুলে নিয়ে যাওয়ার পরে তিনি বাড়িতে আসার জন্য রওনা হয়েছেন। জলদস্যু দলটি নিজেদের কাজল-মুন্না বাহিনীর সদস্য বলে পরিচয় দিচ্ছে বলে জানান মোশাররফ।

মোশারফের দাবি, এসব জলদস্যু ভারতীয়। সম্প্রতি গ্রেপ্তার হওয়া তাদের তিন সহযোগী মুক্তিপণের টাকা ভারতে পাঠিয়েছে।

শ্যামনগরের রমজাননগর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ লাল্টু জানান, মুক্তিপণের জন্য ছয় জেলেকে অপহরণের খবর পেয়ে তাঁরা শতাধিক গ্রামবাসী ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছিলেন। কিন্তু বিজিবির অনুমতি মেলেনি, তাই তাঁরা যেতে পারেননি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, লোকমুখে তাঁরাও শুনেছেন, ভারতীয় জলদস্যুরা ৬ জেলেকে অপহরণ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রায় ২৫০ কারখানার পণ্য পুড়ে যাওয়ার আশঙ্কা করছি: বিজিএমইএ সভাপতি

বিমানবন্দরের মতো কৌশলগত স্থাপনায় আগুন নিরাপত্তা ঘাটতির স্পষ্ট প্রমাণ: জামায়াত আমির

বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন যেসব প্রশ্ন তুলল, সর্বশেষ যা জানা গেল

রোববার শিক্ষা ভবন অভিমুখে থালা-বাটি নিয়ে শিক্ষকদের ‘ভুখা মিছিল’

হোয়াইট হাউস থেকে খালি হাতে ফিরলেন জেলেনস্কি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত