রংপুর প্রতিনিধি
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় রংপুর পাউবোর উচ্চমান সহকারী হাসনা বানু লিপিকে চার বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আজ সোমবার রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক হায়দার আলী এ রায় দেন। একই সঙ্গে তাকে ৪৩ লাখ টাকা জরিমানা করা হয়। আগামী দুই মাসের মধ্যে এই টাকা সরকারি কোষাগারে জমা দিতে বলা হয়েছে।
রায় ঘোষণার সময় আসামি হাসনা বানু লিপি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশি পাহারায় আদালতের হাজতখানায় নেওয়া হয়। এ সময় সাংবাদিকেরা ছবি তুলতে গেলে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তিনি। পরে পুলিশ তাকে নিবৃত্ত করে।
মামলা সূত্রে জানা গেছে, হাসনা বানু লিপি পানি উন্নয়ন বোর্ড (পাউবো) রংপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ের উচ্চমান সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তিনি চাকরিকালে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেন। বিষয়টি নিয়ে দুদক অনুসন্ধান করে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে ২০১৬ সালে দুদক আইনে একটি মামলা করে।
মামলার বাদী ছিলেন দুদক রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক জাকারিয়া। মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে চার্জশিট জমা দেয় দুদক।
মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে বিচারক আসামিকে দোষী সাব্যস্ত করে চার বছর সশ্রম কারাদণ্ড ও ৪৩ লাখ টাকা জরিমানার আদেশ দেন। সেই সঙ্গে আত্মসাৎ করা ৪৩ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেন।
দুদকের আইনজীবী হারুনুর রশীদ আজকের পত্রিকাকে বলেন, ‘এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’ অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আব্দুল হক প্রামাণিক বলেন, ‘তারা ন্যায়বিচার পাননি। রায়ের আদেশ কপি হাতে পাওয়ার পর তা পর্যালোচনা করা হবে। ন্যায়বিচার পেতে আমরা উচ্চ আদালতে আপিল করব।’
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় রংপুর পাউবোর উচ্চমান সহকারী হাসনা বানু লিপিকে চার বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আজ সোমবার রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক হায়দার আলী এ রায় দেন। একই সঙ্গে তাকে ৪৩ লাখ টাকা জরিমানা করা হয়। আগামী দুই মাসের মধ্যে এই টাকা সরকারি কোষাগারে জমা দিতে বলা হয়েছে।
রায় ঘোষণার সময় আসামি হাসনা বানু লিপি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশি পাহারায় আদালতের হাজতখানায় নেওয়া হয়। এ সময় সাংবাদিকেরা ছবি তুলতে গেলে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তিনি। পরে পুলিশ তাকে নিবৃত্ত করে।
মামলা সূত্রে জানা গেছে, হাসনা বানু লিপি পানি উন্নয়ন বোর্ড (পাউবো) রংপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ের উচ্চমান সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তিনি চাকরিকালে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেন। বিষয়টি নিয়ে দুদক অনুসন্ধান করে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে ২০১৬ সালে দুদক আইনে একটি মামলা করে।
মামলার বাদী ছিলেন দুদক রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক জাকারিয়া। মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে চার্জশিট জমা দেয় দুদক।
মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে বিচারক আসামিকে দোষী সাব্যস্ত করে চার বছর সশ্রম কারাদণ্ড ও ৪৩ লাখ টাকা জরিমানার আদেশ দেন। সেই সঙ্গে আত্মসাৎ করা ৪৩ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেন।
দুদকের আইনজীবী হারুনুর রশীদ আজকের পত্রিকাকে বলেন, ‘এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’ অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আব্দুল হক প্রামাণিক বলেন, ‘তারা ন্যায়বিচার পাননি। রায়ের আদেশ কপি হাতে পাওয়ার পর তা পর্যালোচনা করা হবে। ন্যায়বিচার পেতে আমরা উচ্চ আদালতে আপিল করব।’
শেরপুরের ঝিনাইগাতীতে সাংবাদিক মো. খোরশেদ আলমের ওপর চোরাকারবারিদের হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত দুই ও অজ্ঞাতনামা আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১ মিনিট আগেগণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ‘ফ্যাসিস্ট সরকারের নীতি ছিল লুটেপুটে খাওয়া। সেই লুটপাটের নীতির ফলে অসংখ্য মিল ও কারখানা বন্ধ হয়ে গেছে। কর্মসংস্থানের পথ রুদ্ধ হয়ে মানুষ সর্বস্বান্ত হয়েছে।’
৪ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে ফসলি জমিতে সার দিতে গিয়ে বজ্রপাতে আবু তালেব (৫৪) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বাহিমালি গ্রামে এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগেশনিবার রাতে ঘোষেরহাট বাজারে স্থানীয় লোকজন হিরণকে দেখতে পেয়ে আটক করে। প্রথমে তাঁরা তাঁকে মিষ্টি খাওয়ান, পরে গণধোলাই দেন। খবর পেয়ে ইন্দুরকানী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
১১ মিনিট আগে