রংপুর প্রতিনিধি
নিত্যপণ্যের দাম বিষয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলছেন, ‘ডলারের ভ্যালু যত দিন ঠিক হবে না, তত দিন কমবে না নিত্যপণ্যের দাম। যেসব পণ্য আমদানি করতে হয় যেমন তেল, চিনি, ডাল ইত্যাদির দাম কবে কমবে, তা বলা মুশকিল।’
আজ বুধবার রংপুর নগরীর ঈদগাহ মাঠে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সয়াবিন তেলের দাম কখনো কমছে, আবার বেড়ে যাচ্ছে। যদি ইউক্রেন যুদ্ধটা বন্ধ হয়ে যায়, তাহলে বাজারে প্রভাব পড়বে। তখন হয়তো দাম কমবে।’
মন্ত্রী টিপু মুনশি বলেন, ‘আমাদের দেশে ডলারের দাম বেড়েছে। এতে ইমপোর্ট আইটেমগুলোর ওপর প্রভাব পড়েছে। আমরা সে অনুযায়ী হিসাব-নিকাশ করি। অন্যান্য দেশে যে মূল্যস্ফীতি হয়েছে, তা থেকে আমাদের দেশে কম আছে। যার জন্য আমাদের দেশে প্রভাব পড়েনি। অন্যান্য দেশের চেয়ে আমরা ভালো আছি।’
টিসিবি ও নিত্যপণ্য নিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘টিসিবির পণ্য এক কোটি পরিবারকে দেওয়া হচ্ছে। যত দিন মনে হবে টিসিবির পণ্য দেওয়া দরকার, তত দিন দেওয়া হবে। এ ছাড়াও আটটি পণ্য বাকিতে আমদানি করার সুযোগ দেওয়া হয়েছে। এই ধারা অব্যাহত থাকলে পরবর্তী সময়ে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন কি না, এটি একটি বিষয়। আরেকটি বিষয়, আমদানি করার সময় ডলারের দাম বেশি হচ্ছে কি না। রমজান মাস উপলক্ষে বিশেষ বিবেচনায় এসব পণ্য আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
বিএনপি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘রাজপথে কেউ কাউকে উঠায় দেবে, সেটি সম্ভব না। বিএনপি যদি গণতন্ত্রে বিশ্বাস করে তাহলে তাদের নির্বাচনে অংশ নিতে হবে। অরাজকতা করে কোনো লাভ হবে না। আগামী নির্বাচনে সবাইকে অংশ গ্রহণ করতে হবে, তবেই দেশ শান্তিতে থাকবে।’
আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে টিপু মুনশি সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হোক, নিরপেক্ষ হোক এটাই নগরবাসীর চাওয়া। আমিও তাই মনে করি রংপুর সিটির ভোট হবে নিরপেক্ষ। ভোটারেরা তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে।’
নিত্যপণ্যের দাম বিষয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলছেন, ‘ডলারের ভ্যালু যত দিন ঠিক হবে না, তত দিন কমবে না নিত্যপণ্যের দাম। যেসব পণ্য আমদানি করতে হয় যেমন তেল, চিনি, ডাল ইত্যাদির দাম কবে কমবে, তা বলা মুশকিল।’
আজ বুধবার রংপুর নগরীর ঈদগাহ মাঠে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সয়াবিন তেলের দাম কখনো কমছে, আবার বেড়ে যাচ্ছে। যদি ইউক্রেন যুদ্ধটা বন্ধ হয়ে যায়, তাহলে বাজারে প্রভাব পড়বে। তখন হয়তো দাম কমবে।’
মন্ত্রী টিপু মুনশি বলেন, ‘আমাদের দেশে ডলারের দাম বেড়েছে। এতে ইমপোর্ট আইটেমগুলোর ওপর প্রভাব পড়েছে। আমরা সে অনুযায়ী হিসাব-নিকাশ করি। অন্যান্য দেশে যে মূল্যস্ফীতি হয়েছে, তা থেকে আমাদের দেশে কম আছে। যার জন্য আমাদের দেশে প্রভাব পড়েনি। অন্যান্য দেশের চেয়ে আমরা ভালো আছি।’
টিসিবি ও নিত্যপণ্য নিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘টিসিবির পণ্য এক কোটি পরিবারকে দেওয়া হচ্ছে। যত দিন মনে হবে টিসিবির পণ্য দেওয়া দরকার, তত দিন দেওয়া হবে। এ ছাড়াও আটটি পণ্য বাকিতে আমদানি করার সুযোগ দেওয়া হয়েছে। এই ধারা অব্যাহত থাকলে পরবর্তী সময়ে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন কি না, এটি একটি বিষয়। আরেকটি বিষয়, আমদানি করার সময় ডলারের দাম বেশি হচ্ছে কি না। রমজান মাস উপলক্ষে বিশেষ বিবেচনায় এসব পণ্য আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
বিএনপি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘রাজপথে কেউ কাউকে উঠায় দেবে, সেটি সম্ভব না। বিএনপি যদি গণতন্ত্রে বিশ্বাস করে তাহলে তাদের নির্বাচনে অংশ নিতে হবে। অরাজকতা করে কোনো লাভ হবে না। আগামী নির্বাচনে সবাইকে অংশ গ্রহণ করতে হবে, তবেই দেশ শান্তিতে থাকবে।’
আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে টিপু মুনশি সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হোক, নিরপেক্ষ হোক এটাই নগরবাসীর চাওয়া। আমিও তাই মনে করি রংপুর সিটির ভোট হবে নিরপেক্ষ। ভোটারেরা তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে।’
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘আমাদের সংবিধানে ক্ষমতার কোনো ভারসাম্য নেই। সব ক্ষমতা কেবল একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত। যে-ই প্রধানমন্ত্রী হোক, পুরো রাষ্ট্র তাঁর পকেটে। এ রকম ক্ষমতা আছে বলেই তাঁরা আমাদের ওপর ত্রাসের রাজত্ব কায়েম করতে পেরেছেন।’ তিনি বলেন, ‘ভবিষ্যতে বাংলাদে
১২ মিনিট আগেনাটোরের লালপুরে পদ্মার শাখানদীতে স্পিডবোটে এসে এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে গুলি ছুড়েছে বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার বেলা ৩টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের পেছনে পদ্মার শাখানদীতে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
২৬ মিনিট আগেঢাকায় মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফসান ওহির মা আফসানা প্রিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বিমানবাহিনীর একটি প্রতিনিধিদল আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে প্রিয়ার স্বামীর বাড়ি যায়। সেখানে তারা তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানায়। এ সময় বিমানবাহিনীর সদস্যরা নিহত ব্যক্তির কবরের পাশে গিয়ে গার্ড অব...
৩৫ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘তরুণদের নেতৃত্ব ও তাদের ক্ষমতায় আনতে চাই। জুলাই গণ-অভ্যুত্থানে যে রকম দেশের মানুষদের হতাশ করেনি ছাত্র-জনতা, ঠিক তেমনি আগামী বাংলাদেশের মানুষদেরও হতাশ করবে না।’
৪২ মিনিট আগে