Ajker Patrika

দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি মাসুদ-সম্পাদক মওদুদ

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ২১: ১৫
Thumbnail image

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের নির্বাচনে মাসুদ আলম সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সৈয়দ মওদুদ উল করিম বাবু পুনর্নির্বাচিত হয়েছেন। আজ বুধবার ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক (উপসচিব) লুৎফর রহমান।

সহসভাপতি পদে বিজয়ী হয়েছেন আমিনুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী। এর আগে অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম ও ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুর রফিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচনে সভাপতি পদে দুজন, সহসভাপতি পদে দুজন, সাধারণ সম্পাদক পদে দুজন, সহসাধারণ সম্পাদক পদে দুজন ও সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। দিনাজপুর মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা কর্মচারী ইউনিয়নের ৯৮ জন সদস্য তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক লুৎফর রহমান বলেন, ‘আজ সকাল ১০টা থেকে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করেন। পরে প্রার্থীদের উপস্থিতিতে ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত