Ajker Patrika

পলাশবাড়ীতে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল তরুণের

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১৫: ৩১
পলাশবাড়ীতে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল তরুণের

গাইবান্ধার পলাশবাড়ীতে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লাগলে সাগর মিয়া (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা নাইমুর রহমান স্বচ্ছ (২০) ও সামিউল ইসলাম (২১) নামের আরও দুই তরুণ। আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে টেংরা-বাদিয়াখালী সড়কে গোয়ালপাড়া আব্দুল হালিম মিয়ার চাতালের সামনে দুর্ঘটনাটি ঘটে। পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) লাইসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

নিহত সাগর পৌর শহরের গিরিধারিপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে। আহত নাইমুর রহমান উপজেলার বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং অপর আহত সামিউলের বাড়িও দুবলাগাড়ি গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই তিন তরুণ মোটরসাইকেলে করে পলাশবাড়ী থেকে কাশিয়াবাড়ীর দিকে যাচ্ছিলেন। দুপুর পৌনে ১২ টার দিকে টেংরা-বাদিয়াখালী সড়কে গোয়ালপাড়া আব্দুল হালিম মিয়ার চাতালের সামনে তাঁদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বিদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন। আহত নাইমুর রহমান ও সামিউলকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) লাইসুর রহমান বলেন, ‘নিহত সাগরের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সেখানে পুলিশ কাজ করছে। দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া বাইকটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত