চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
যানজটে আটকা পড়ে ফাঁকা গুলির অপরাধে হবিগঞ্জের চুনারুঘাটে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেলকে আটক করেছে পুলিশ। আজ রোববার রাতে উপজেলার পাকুড়িয়া খোয়াই নদীর ব্রিজে এই ঘটনা ঘটে।
আটক সোহেল প্রথমে অবসরপ্রাপ্ত মেজর পরিচয় দেন। পরে পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের চাপে নীলফামারী–৩ আসনের জাতীয় পার্টির (জাপা) সাবেক সংসদ সদস্য থাকার কথা প্রকাশ করেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর। এরই প্রেক্ষিতে মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেলকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।’
পুলিশ জানায়, আজ দুপুরে সাবেক সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল শ্রীমঙ্গল থেকে চুনারুঘাটে আসার পথে পৌরশহরের খোয়াই নদীর ব্রিজে যানজটে আটকা পড়েন। এই সময় একটি মোটরসাইকেল তাঁর গাড়িতে ধাক্কা দিলে তিনি ক্ষেপে যান এবং মোটরসাইকেল আরোহী উপজেলার উষাইনগর গ্রামের জিএম শাহীনকে মারধর করেন। এতে উত্তেজিত জনতা তাঁকে ঘিরে পেলে।
একপর্যায়ে তিনি তার সঙ্গে থাকা অস্ত্র দিয়ে ফাঁকা গুলি ছোড়েন। খবর পেয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের নেতৃত্ব একদল পুলিশ গিয়ে উত্তেজিত জনতাকে সামাল দিয়ে রানা মোহাম্মদ সোহেলকে থানায় নিয়ে আসেন।
প্রথমে মেজর রানা পরিচয় দিলেও পরে জানা যায়, তিনি নীলফামারী–৩ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য। পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে থানা–পুলিশ।
খোঁজ নিয়ে জানা গেছে, রানা মোহাম্মদ সোহেল নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বালাগামের মহসিন মিয়ার ছেলে। সেনাবাহিনীর চাকরির পর অবসর নিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি চা ব্যবসায়ী, পঞ্চগড়ে তার কয়েকটি চা বাগান রয়েছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী মিজানুর রহমান উজ্জ্বল জানান, দুপুরে খোয়াই নদীর ব্রিজে যানজটে আটকা পড়ে শত শত যানবাহন। হঠাৎ লোকজন জড়ো হতে দেখে তিনি গিয়ে দেখেন, কালো রঙের একটি গাড়ি থেকে নেমে রানা মোহাম্মদ সোহেল মারধর করছেন মোটরসাইকেল আরোহী শাহিনকে। পরে উত্তেজিত জনতা তাঁকে ঘেরাও করলে তিনি ফাঁকা গুলি ছোড়েন। একই কথা জানান অটোরিকশা চালক মরম আলী ও শাহাবুদ্দীন মিয়া।
যানজটে আটকা পড়ে ফাঁকা গুলির অপরাধে হবিগঞ্জের চুনারুঘাটে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেলকে আটক করেছে পুলিশ। আজ রোববার রাতে উপজেলার পাকুড়িয়া খোয়াই নদীর ব্রিজে এই ঘটনা ঘটে।
আটক সোহেল প্রথমে অবসরপ্রাপ্ত মেজর পরিচয় দেন। পরে পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের চাপে নীলফামারী–৩ আসনের জাতীয় পার্টির (জাপা) সাবেক সংসদ সদস্য থাকার কথা প্রকাশ করেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর। এরই প্রেক্ষিতে মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেলকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।’
পুলিশ জানায়, আজ দুপুরে সাবেক সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল শ্রীমঙ্গল থেকে চুনারুঘাটে আসার পথে পৌরশহরের খোয়াই নদীর ব্রিজে যানজটে আটকা পড়েন। এই সময় একটি মোটরসাইকেল তাঁর গাড়িতে ধাক্কা দিলে তিনি ক্ষেপে যান এবং মোটরসাইকেল আরোহী উপজেলার উষাইনগর গ্রামের জিএম শাহীনকে মারধর করেন। এতে উত্তেজিত জনতা তাঁকে ঘিরে পেলে।
একপর্যায়ে তিনি তার সঙ্গে থাকা অস্ত্র দিয়ে ফাঁকা গুলি ছোড়েন। খবর পেয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের নেতৃত্ব একদল পুলিশ গিয়ে উত্তেজিত জনতাকে সামাল দিয়ে রানা মোহাম্মদ সোহেলকে থানায় নিয়ে আসেন।
প্রথমে মেজর রানা পরিচয় দিলেও পরে জানা যায়, তিনি নীলফামারী–৩ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য। পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে থানা–পুলিশ।
খোঁজ নিয়ে জানা গেছে, রানা মোহাম্মদ সোহেল নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বালাগামের মহসিন মিয়ার ছেলে। সেনাবাহিনীর চাকরির পর অবসর নিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি চা ব্যবসায়ী, পঞ্চগড়ে তার কয়েকটি চা বাগান রয়েছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী মিজানুর রহমান উজ্জ্বল জানান, দুপুরে খোয়াই নদীর ব্রিজে যানজটে আটকা পড়ে শত শত যানবাহন। হঠাৎ লোকজন জড়ো হতে দেখে তিনি গিয়ে দেখেন, কালো রঙের একটি গাড়ি থেকে নেমে রানা মোহাম্মদ সোহেল মারধর করছেন মোটরসাইকেল আরোহী শাহিনকে। পরে উত্তেজিত জনতা তাঁকে ঘেরাও করলে তিনি ফাঁকা গুলি ছোড়েন। একই কথা জানান অটোরিকশা চালক মরম আলী ও শাহাবুদ্দীন মিয়া।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক যুবককে ধর্ষণের প্রত্যয়নপত্র দিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। উপজেলার মাইজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম বাবুল এমন প্রত্যয়নপত্র দিয়েছেন বলে জানা গেছে। মো. শরীফ মিয়া (২২) নামে এক যুবককে ধর্ষক হিসেবে আখ্যায়িত করে এ প্রত্যয়নপত্র দেওয়া হয়।
১৩ মিনিট আগেপরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) আওতাধীন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) পিইপিঅ্যান্ডএম বিভাগে কর্মরত মহাব্যবস্থাপক (কারিগরি ক্যাডার) মো. আবু তালেব ফরাজীকে কাজের স্বার্থে সংস্থার আওতাধীন বড়পুকুরিয়া...
২৬ মিনিট আগেসুনামগঞ্জে বাস ভাড়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। এতে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সব রুটে যান চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
১ ঘণ্টা আগেবিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা ইয়াছমিন রোববার সন্ধ্যার পর সাংবাদিকদের বলেন, ‘বিদ্যালয় থেকে বঙ্গবন্ধুর ছবি সরানোর জন্য আমার কাছে সরকারি কোনো নির্দেশনা আসেনি। তাই আমি ছবি সরাতে যাইনি। মূলত বিদ্যালয় এলাকার একটি মহল সকালে বিদ্যালয়ে এসে দেয়ালে বঙ্গবন্ধুর ছবি দেখে ক্ষোভ প্রকাশ করে।’
১ ঘণ্টা আগে