কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাটে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চালকসহ দুই আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক আরোহী। গতকাল বুধবার বিকেলে উপজেলার বৈদ্যের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটলে আহতদের রংপুর মেডিকেলে নেওয়ার পর দুজনেরই মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান। তিনি বলেন, ‘দুই যুবক নিহতের ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে পৃথক দুটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে।’
নিহতেরা হলেন উলিপুর উপজেলার পৌর এলাকার সরদারপাড়ার শের আলীর ছেলে মনিরুজ্জামান পাভেল (৩১) একই একই উপজেলার উত্তর দলদলিয়া এলাকার আজিজুল হকের ছেলে হোসেন আলী (৩৩)।
আহত যুবক উপজেলার হায়াৎ খাঁ এলাকার বাসিন্দা মারজান (২৮)। তিনি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত পাভেলের বড় ভাই ময়নুল ইসলাম পারভেজ আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার বিকেলে দুই ভাই একসঙ্গে চা খেয়েছি। ওকে আমাদের ফার্মেসিতে বসতে বলে বাড়ি গিয়েছিলাম। সে দোকানে গিয়ে ছেলেদের বলেছে, একটু যাব আর আসব। এই বলে ওরা তিনজন মোটরসাইকেলে করে বের হয়। কোথায় যাচ্ছিল জানি না।’
তিনি আরও বলেন, ‘বিকেল সাড়ে ৫টার দিকে ওর ফোন থেকে একজন ফোন করে জানায় যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে। পরে আমরা ছুটে যাই। কিন্তু রাতে ওর লাশ নিয়ে বাড়ি ফিরলাম।’
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহত যুবকের বরাতে পারভেজ আরও বলেন, ‘ওরা বৈদ্যের বাজারে গিয়ে তিনজন চা খেয়েছিল। পরে আবার মোটরসাইকেলে উঠে রওনা হয়। কিন্তু ভুলে মোটরসাইকেলের স্ট্যান্ড তোলেনি। কিছু দূর গিয়ে মোড় ঘোরার সময় সড়কের সঙ্গে স্ট্যান্ডের ধাক্কা লেগে তিনজনই ছিটকে পড়ে।’
পারভেজ আরও বলেন, ‘মোটরসাইকেল চালাচ্ছিল হোসেন আলী। সে ও পাভেল সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটি ও একটি কংক্রিটের পিলারে ধাক্কা খায়। তিনজনকেই প্রথমে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেলে নেওয়া হয়। হাসপাতালে পৌঁছে জানতে পারি পাভেল মারা গেছে। পাভেলের লাশ নিয়ে বাড়ি ফেরার পথে রাত ৯টার দিকে জানতে পারি, হোসেন আলীও মারা গেছে।’
কুড়িগ্রামের রাজারহাটে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চালকসহ দুই আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক আরোহী। গতকাল বুধবার বিকেলে উপজেলার বৈদ্যের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটলে আহতদের রংপুর মেডিকেলে নেওয়ার পর দুজনেরই মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান। তিনি বলেন, ‘দুই যুবক নিহতের ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে পৃথক দুটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে।’
নিহতেরা হলেন উলিপুর উপজেলার পৌর এলাকার সরদারপাড়ার শের আলীর ছেলে মনিরুজ্জামান পাভেল (৩১) একই একই উপজেলার উত্তর দলদলিয়া এলাকার আজিজুল হকের ছেলে হোসেন আলী (৩৩)।
আহত যুবক উপজেলার হায়াৎ খাঁ এলাকার বাসিন্দা মারজান (২৮)। তিনি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত পাভেলের বড় ভাই ময়নুল ইসলাম পারভেজ আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার বিকেলে দুই ভাই একসঙ্গে চা খেয়েছি। ওকে আমাদের ফার্মেসিতে বসতে বলে বাড়ি গিয়েছিলাম। সে দোকানে গিয়ে ছেলেদের বলেছে, একটু যাব আর আসব। এই বলে ওরা তিনজন মোটরসাইকেলে করে বের হয়। কোথায় যাচ্ছিল জানি না।’
তিনি আরও বলেন, ‘বিকেল সাড়ে ৫টার দিকে ওর ফোন থেকে একজন ফোন করে জানায় যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে। পরে আমরা ছুটে যাই। কিন্তু রাতে ওর লাশ নিয়ে বাড়ি ফিরলাম।’
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহত যুবকের বরাতে পারভেজ আরও বলেন, ‘ওরা বৈদ্যের বাজারে গিয়ে তিনজন চা খেয়েছিল। পরে আবার মোটরসাইকেলে উঠে রওনা হয়। কিন্তু ভুলে মোটরসাইকেলের স্ট্যান্ড তোলেনি। কিছু দূর গিয়ে মোড় ঘোরার সময় সড়কের সঙ্গে স্ট্যান্ডের ধাক্কা লেগে তিনজনই ছিটকে পড়ে।’
পারভেজ আরও বলেন, ‘মোটরসাইকেল চালাচ্ছিল হোসেন আলী। সে ও পাভেল সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটি ও একটি কংক্রিটের পিলারে ধাক্কা খায়। তিনজনকেই প্রথমে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেলে নেওয়া হয়। হাসপাতালে পৌঁছে জানতে পারি পাভেল মারা গেছে। পাভেলের লাশ নিয়ে বাড়ি ফেরার পথে রাত ৯টার দিকে জানতে পারি, হোসেন আলীও মারা গেছে।’
রাকসু নির্বাচনের চারটি কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি ও এজিএস প্রার্থীরা। আর জিএস পদে এগিয়ে আছেন আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী সালাউদ্দিন আম্মার। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক।
১৮ মিনিট আগেচট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় কারখানার আগুন ছড়িয়ে পড়ে সাততলার পুরো ভবনটিই জ্বলছে। ১০ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন। আগুনের তাপের কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাছে যেতে পারছেন না। দূর থেকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন তাঁরা।
১৯ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মেয়েদের বেগম রোকেয়া হলেও ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবিরের চেয়ে তিন গুণ বেশি ভোট পেয়েছেন ছাত্রশিবির প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ।
২৯ মিনিট আগেতিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে তিস্তা নদীপারে মশাল প্রজ্বালন করেছে হাজারো মানুষ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রংপুর বিভাগের পাঁচ জেলা কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, রংপুর ও নীলফামারীতে একযোগে এই কর্মসূচি পালন করে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি’।
১ ঘণ্টা আগে