Ajker Patrika

প্রতিবেশীর সন্তান দেখিয়ে ছুটি আদায় করা সেই শিক্ষিকা বরখাস্ত

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৪: ০৩
প্রতিবেশীর সন্তান দেখিয়ে ছুটি আদায় করা সেই শিক্ষিকা বরখাস্ত

মা না হয়েও প্রতিবেশীর সন্তানকে ধার করে নিজের সন্তান দেখিয়ে মাতৃত্বকালীন ছুটি ভোগ করা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মনিয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেই শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশপত্রে ওই শিক্ষিকা আলেয়া সালমাকে বরখাস্তের আদেশ দেওয়া হয়। 

অফিস আদেশে বলা হয়, প্রতিবেশীর সন্তানকে দেখিয়ে মাতৃত্বকালীন ছুটি নেওয়ার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় আলেয়া সালামকে সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮ এর ‘ক’ ধারা মোতাবেক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। 

এর আগে প্রতারণার আশ্রয় নিয়ে ছুটিতে থাকা ওই শিক্ষিকার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। 

উল্লেখ্য, আলেয়া সালমার অভিনব কায়দায় ছুটি গ্রহণের বিষয় নিয়ে দৈনিক আজকের পত্রিকা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত