কুড়িগ্রাম প্রতিনিধি
উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে কুড়িগ্রাম সদর, রাজারহাট ও উলিপুর উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। তিন উপজেলাতেই জেলার ‘হেভিওয়েট’ নেতাদের হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দলের পেছনের সারির নেতারা।
গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হলেও কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল অনেক কম। কোনো কেন্দ্রেই ভোটারদের অপেক্ষমাণ লাইন চোখে পড়েনি। প্রদত্ত ভোটের হারও অনেক কম।
ভোট গণনা শেষে বেসরকারি ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. বরমান হোসেন।
প্রাপ্ত ফল অনুযায়ী কুড়িগ্রাম সদর উপজেলায় বিজয়ী হয়েছেন মো. মনজুরুল ইসলাম রতন। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫২ হাজার ৮৬০ ভোট। রতন জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলীর ছেলে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমান উদ্দিন আহমেদ মঞ্জু পেয়েছেন ৩০ হাজার ৫১৪ ভোট। জেলার কেন্দ্রবিন্দু এই উপজেলায় মোট ভোটার ২ লাখ ৬১ হাজার ১৯৫। প্রদত্ত ভোটের হার ৩৮ দশমিক ৯২ ভাগ।
দৃশ্যত রতন ও মঞ্জুর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হলেও দলটির নেতা-কর্মীরা বলছেন, এই নির্বাচন ছিল মূলত জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলীর সঙ্গে সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু গ্রুপের মধ্যে জনসমর্থন পরীক্ষার লড়াই। ভোটের এই ফল জেলার রাজনীতিতে দুই নেতার প্রভাব ধরে রাখার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম হোসেন মন্টুকে বড় ব্যবধানে পরাজিত করে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য মো. সাজাদুর রহমান তালুকদার ওরফে সাজু তালুকদার। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৫০ হাজার ৪৬৪ ভোট। সদ্য শেষ মেয়াদের উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে থাকা উপজেলার প্রভাবশালী নেতা গোলাম হোসেন মন্টু পেয়েছেন ১৪ হাজার ৬৯৩ ভোট। ৩ লাখ ৫২ হাজার ৭৮০ ভোটারের উলিপুর উপজেলায় প্রদত্ত ভোটের হার ছিল মাত্র ২৩ দশমিক ৫৪ ভাগ।
রাজারহাট উপজেলায় নিজ চেয়ার ধরে রেখেছেন বর্তমান চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুনুর মো. আক্তারুজ্জামানকে পরাজিত করেছেন রংপুর মহানগর আওয়ামী লীগের এই সদস্য। মোটরসাইকেল প্রতীকে জাহিদ ইকবাল পেয়েছেন ৩৭ হাজার ৩৪৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুনুর মো. আক্তারুজ্জামান আনারস প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৭৭৩ ভোট। এই উপজেলায় মোট ভোটার ১ লাখ ৬৭ হাজার ৮৫১ জন। প্রদত্ত ভোটের হার ৪০ দশমিক ৯৩ ভাগ।
সার্বিক পরিস্থিতি নিয়ে জানতে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বরমান হোসেনকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। খুদে বার্তা দিয়ে জানতে চাইলেও উত্তর দেননি।
উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে কুড়িগ্রাম সদর, রাজারহাট ও উলিপুর উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। তিন উপজেলাতেই জেলার ‘হেভিওয়েট’ নেতাদের হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দলের পেছনের সারির নেতারা।
গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হলেও কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল অনেক কম। কোনো কেন্দ্রেই ভোটারদের অপেক্ষমাণ লাইন চোখে পড়েনি। প্রদত্ত ভোটের হারও অনেক কম।
ভোট গণনা শেষে বেসরকারি ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. বরমান হোসেন।
প্রাপ্ত ফল অনুযায়ী কুড়িগ্রাম সদর উপজেলায় বিজয়ী হয়েছেন মো. মনজুরুল ইসলাম রতন। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫২ হাজার ৮৬০ ভোট। রতন জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলীর ছেলে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমান উদ্দিন আহমেদ মঞ্জু পেয়েছেন ৩০ হাজার ৫১৪ ভোট। জেলার কেন্দ্রবিন্দু এই উপজেলায় মোট ভোটার ২ লাখ ৬১ হাজার ১৯৫। প্রদত্ত ভোটের হার ৩৮ দশমিক ৯২ ভাগ।
দৃশ্যত রতন ও মঞ্জুর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হলেও দলটির নেতা-কর্মীরা বলছেন, এই নির্বাচন ছিল মূলত জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলীর সঙ্গে সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু গ্রুপের মধ্যে জনসমর্থন পরীক্ষার লড়াই। ভোটের এই ফল জেলার রাজনীতিতে দুই নেতার প্রভাব ধরে রাখার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম হোসেন মন্টুকে বড় ব্যবধানে পরাজিত করে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য মো. সাজাদুর রহমান তালুকদার ওরফে সাজু তালুকদার। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৫০ হাজার ৪৬৪ ভোট। সদ্য শেষ মেয়াদের উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে থাকা উপজেলার প্রভাবশালী নেতা গোলাম হোসেন মন্টু পেয়েছেন ১৪ হাজার ৬৯৩ ভোট। ৩ লাখ ৫২ হাজার ৭৮০ ভোটারের উলিপুর উপজেলায় প্রদত্ত ভোটের হার ছিল মাত্র ২৩ দশমিক ৫৪ ভাগ।
রাজারহাট উপজেলায় নিজ চেয়ার ধরে রেখেছেন বর্তমান চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুনুর মো. আক্তারুজ্জামানকে পরাজিত করেছেন রংপুর মহানগর আওয়ামী লীগের এই সদস্য। মোটরসাইকেল প্রতীকে জাহিদ ইকবাল পেয়েছেন ৩৭ হাজার ৩৪৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুনুর মো. আক্তারুজ্জামান আনারস প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৭৭৩ ভোট। এই উপজেলায় মোট ভোটার ১ লাখ ৬৭ হাজার ৮৫১ জন। প্রদত্ত ভোটের হার ৪০ দশমিক ৯৩ ভাগ।
সার্বিক পরিস্থিতি নিয়ে জানতে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বরমান হোসেনকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। খুদে বার্তা দিয়ে জানতে চাইলেও উত্তর দেননি।
সাতক্ষীরায় মরিচ্চাপ নদীর ওপর নির্মিত সাতটি সেতু ধসে পড়েছে। এতে সদর ও আশাশুনি উপজেলার অন্তত ২৫টি গ্রামের মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের অভিযোগ, সেতুর নিচ দিয়ে অপরিকল্পিতভাবে নদী খনন এবং নিম্নমানের সামগ্রী দিয়ে সেতু নির্মাণ করায় এমন বিপর্যয় ঘটেছে।
৪ মিনিট আগেপঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাসেবা চলছে পরিত্যক্তঘোষিত এক ভবনে। সেখানে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। জানা গেছে, ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি ভবনটি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হলেও সেটিতে এখনো রোগী ভর্তি ও চিকিৎসা কার্যক্রম চলছে।
১০ মিনিট আগেময়মনসিংহের গৌরীপুর এবং কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার মোট ১৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। পাশাপাশি অনেক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদও শূন্য। অবসর, মৃত্যু ও মামলার কারণে এই পদগুলো শূন্য হয়েছে বলে শিক্ষা অফিস সূত্রে জানা গেছে। এতে জোড়াতালি দিয়ে কোনোরকমে...
১৬ মিনিট আগেজামালপুরে ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আবিদ হাসান (২৮) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ জুলাই) বিকেলে সদর উপজেলার নরুন্দির আড়ালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। উপজেলার নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক সাইদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে