Ajker Patrika

অস্ত্রের ছবি পোস্ট করা ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি 
নাবিল হোসেন। ছবি: সংগৃহীত
নাবিল হোসেন। ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুরে ফেসবুকে অস্ত্রের ছবি পোস্ট করা নাবিল হোসেন (২২) নামের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত ৯টার দিকে বিরামপুর পৌর শহরের বড়মাঠ থেকে তাঁকে আটক করা হয় বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক নিশ্চিত করেছেন।

নাবিল বিরামপুর পৌর শহরের ইসলামপাড়া মহল্লার নজরুল ইসলামের ছেলে। তিনি ছাত্রলীগের বিরামপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড শাখার সদস্য। বিরামপুর থানায় গত ২৫ অক্টোবর বিএনপি কর্মী বিপ্লব আলম ওরফে বিলুর করা একটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে নাবিল হোসেন তাঁর ফেসবুক অ্যাকাউন্ট নাবিল (নাবু) থেকে একটি রিভলবার ও ম্যাগাজিনের ছবি পোস্ট করেন। তাঁর ওই ছবির নিচে ডান পাশের কোনায় ইংরেজিতে লাল কালিতে ‘সুইটহার্ট’ লেখা ছিল। বিষয়টি জানতে পেরে গতকাল সন্ধ্যায় নাবিল হোসেনকে ধরতে অভিযানে নামে পুলিশ। পরে রাত ৯টার দিকে বিরামপুর পৌর শহরের নতুন বাজার এলাকায় বিরামপুর মহিলা কলেজসংলগ্ন বড়মাঠ থেকে তাঁকে আটক করে পুলিশ।

ওসি মমতাজুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ হওয়ায় নাবিল তার ফেসবুকে অস্ত্রসহ ডাউনলোড করা একটি ছবি পোস্ট করেছিল। সেখানে সে লিখেছিল, ‘‘তুমি যদি যোগাযোগ না করো, তাহলে আমি আত্মহত্যা করব’’। পরে গতকাল রাতে বিরামপুর বড়মাঠ থেকে নাবিলকে আটক করা হয়। বিরামপুর থানায় গত ২৫ অক্টোবর বিএনপি কর্মী বিপ্লব আলম ওরফে বিলুর করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ দুপুরে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত