Ajker Patrika

মিঠাপুকুরে মসজিদের ফ্যানে ঝুলছিল যুবকের মরদেহ

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 
মিঠাপুকুরে মসজিদের ফ্যানে ঝুলছিল যুবকের মরদেহ

রংপুরের মিঠাপুকুরে একটি মসজিদের ভেতর ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মোতালেব হোসেন (১৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার চেংমারী ইউনিয়নের গিলাঝুকি দক্ষিণ পাড়া গ্রামের মসজিদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ওই যুবক আত্মহত্যা করেছেন বলে ধারণা স্থানীয় ও পরিবারের সদস্যদের। তারা পুলিশকে জানায়, মৃত মোতালেব হোসেন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।

এলাকাবাসী ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, গিলাঝুকি দক্ষিণ পাড়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে মোতালেব হোসেন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। মঙ্গলবার গ্রামের মসজিদে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর মরদেহ ঝুলতে দেখেন স্থানীয়রা। পরে এলাকাবাসী থানা-পুলিশকে খবর দেয়। থানা-পুলিশ ঘটনাস্থল মরদেহ উদ্ধার করে। এ সময় মৃতের পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাঁকে মানসিক রোগী বলে দাবি করেন। মরদেহের সুরতহাল ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে এবং কারও কোনো অভিযোগ না থাকায় মোতালেব হোসেনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (এএসপি) ডি-সার্কেল মো. কামরুজ্জামান জানান, পুলিশ পরিদর্শক (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত