কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় ফুটবল খেলার মাঠে বাগ্বিতণ্ডাকে কেন্দ্র করে তরুণদের দুই গ্রুপের সংঘর্ষে আশিকুর (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার সদর বাসস্ট্যান্ড মোড় এলাকায় মকবুলের ফলের দোকানের সামনে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ সংঘর্ষ হয়।
এ ঘটনায় আজ শনিবার বিকেলে নিহত আশিকুরের মা আবেদা খাতুন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলায় ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া গ্রামের মৃত খায়রুল ইসলাম কালুর ছেলে আতিকুর রহমান (১৯), সাহাবাজ গ্রামের নুরুল ইসলাম ছেলে আল মামুন (২১) ও গংগানারায়ন গ্রামের শাহ আলমের ছেলে রেজাউল হাসান রাহি (২১)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার বিকেলে উপজেলার কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় কিছু ছেলে ফুটবল খেলার আয়োজন করে। ফুটবল খেলা চলাকালে আতিকুর ও আশিকুরের মধ্যে বাগ্বিতণ্ডা ঝগড়া হয়। খেলা শেষে আশিকুর বাড়ি চলে যায়। পরে সন্ধ্যায় উপজেলার সদর বাসস্ট্যান্ড মোড়ে খেলার মাঠে বিতর্ককে কেন্দ্র করে আতিকুর ও তাঁর সহযোগীরা একত্রিত হয়ে আশিকুর ও তাঁর বন্ধুদের ওপর হামলা চালায়। এর কিছু পর আশিকুর একা বাজারের অন্য পাশে গেলে দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিতভাবে হামলা চালায় আতিকুর ও তাঁর সহযোগীরা।
হামলায় মাথায় রক্তপাত শুরু হলে আশিকুর রাস্তায় পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। রাত সাড়ে ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশিকুর মারা যায়। নিহত আশিকুর রহমান উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর স্টেশন দলাপাড়া গ্রামের তফেল উদ্দিনের ছেলে এবং কাউনিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
হাসপাতালের চিকিৎসক জানায়, ধারালো কিংবা ভারী কোনো কিছু দিয়ে আশিকুরের মাথায় আঘাত করা হয়। আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়।
নিহতের মা আবেদা খাতুন বলেন, আমার ছেলেকে যারা ডেকে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। তার আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর যেন কোনো মায়ের বুক খালি না হয়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, ফুটবল খেলায় বাগ্বিতণ্ডাকে কেন্দ্র করে কিশোর দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। কিন্তু এর আগেই সংঘর্ষে আশিকুর নামে এক কিশোর আহত হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় আশিকুর মারা যায়।
আজ শনিবার ময়নাতদন্ত শেষে আশিকুরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শনিবার বিকেলে নিহত আশিকুরের মা আবেদা খাতুন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে একটি হত্যা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে মাঠে কাজ করছে পুলিশ।
রংপুরের কাউনিয়ায় ফুটবল খেলার মাঠে বাগ্বিতণ্ডাকে কেন্দ্র করে তরুণদের দুই গ্রুপের সংঘর্ষে আশিকুর (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার সদর বাসস্ট্যান্ড মোড় এলাকায় মকবুলের ফলের দোকানের সামনে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ সংঘর্ষ হয়।
এ ঘটনায় আজ শনিবার বিকেলে নিহত আশিকুরের মা আবেদা খাতুন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলায় ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া গ্রামের মৃত খায়রুল ইসলাম কালুর ছেলে আতিকুর রহমান (১৯), সাহাবাজ গ্রামের নুরুল ইসলাম ছেলে আল মামুন (২১) ও গংগানারায়ন গ্রামের শাহ আলমের ছেলে রেজাউল হাসান রাহি (২১)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার বিকেলে উপজেলার কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় কিছু ছেলে ফুটবল খেলার আয়োজন করে। ফুটবল খেলা চলাকালে আতিকুর ও আশিকুরের মধ্যে বাগ্বিতণ্ডা ঝগড়া হয়। খেলা শেষে আশিকুর বাড়ি চলে যায়। পরে সন্ধ্যায় উপজেলার সদর বাসস্ট্যান্ড মোড়ে খেলার মাঠে বিতর্ককে কেন্দ্র করে আতিকুর ও তাঁর সহযোগীরা একত্রিত হয়ে আশিকুর ও তাঁর বন্ধুদের ওপর হামলা চালায়। এর কিছু পর আশিকুর একা বাজারের অন্য পাশে গেলে দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিতভাবে হামলা চালায় আতিকুর ও তাঁর সহযোগীরা।
হামলায় মাথায় রক্তপাত শুরু হলে আশিকুর রাস্তায় পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। রাত সাড়ে ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশিকুর মারা যায়। নিহত আশিকুর রহমান উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর স্টেশন দলাপাড়া গ্রামের তফেল উদ্দিনের ছেলে এবং কাউনিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
হাসপাতালের চিকিৎসক জানায়, ধারালো কিংবা ভারী কোনো কিছু দিয়ে আশিকুরের মাথায় আঘাত করা হয়। আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়।
নিহতের মা আবেদা খাতুন বলেন, আমার ছেলেকে যারা ডেকে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। তার আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর যেন কোনো মায়ের বুক খালি না হয়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, ফুটবল খেলায় বাগ্বিতণ্ডাকে কেন্দ্র করে কিশোর দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। কিন্তু এর আগেই সংঘর্ষে আশিকুর নামে এক কিশোর আহত হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় আশিকুর মারা যায়।
আজ শনিবার ময়নাতদন্ত শেষে আশিকুরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শনিবার বিকেলে নিহত আশিকুরের মা আবেদা খাতুন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে একটি হত্যা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে মাঠে কাজ করছে পুলিশ।
ঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় দেড় কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত আরসিসি সড়ক উদ্বোধনের মাত্র দুই মাসের মাথায় ধসে পড়েছে। খালের পাড়ঘেঁষা গাইড ওয়াল ভেঙে পড়ায় সড়কের একটি বড় অংশ এখন কার্যত শূন্যে ঝুলছে। ভারী যানবাহন চলাচলের ফলে পুরো রাস্তা ধসে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
১১ মিনিট আগেস্বপ্নের দেশ ইতালি। সেখানে গিয়ে নিজেরসহ পরিবারের সব স্বপ্ন পূরণ করবেন। এই আশায় লিবিয়া হয়ে অবৈধভাবে ইউরোপের দেশটিতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ আছেন মাদারীপুরের রাজৈরের ১৪ যুবক। পাঁচ মাস ধরে তাঁদের কোনো খোঁজ পাচ্ছেন না স্বজনেরা।
১৬ মিনিট আগেবাবার কপালে চুমু দিয়ে স্কুলে গিয়েছিল সারিয়া আক্তার। আর মাকে সালাম করে বিদায় নিয়েছিল জুনায়েত হাসান। হাসিমুখে স্কুলে যাওয়া এই দুই শিশু দিনশেষে ঘরে ফেরে লাশ হয়ে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ‘সেকশন ক্লাউডের’ শিক্ষার্থী ছিল তারা। বাংলা মাধ্যমের তৃতীয় শ্রেণিতে পড়ত এই দুই ভ
২০ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের পথশিশুরা ‘ড্যান্ডির’ (ড্যানড্রাইট অ্যাডহেসিভ তথা ড্যানড্রাইট নামের আঠা; যা মাদকসেবীদের কাছে ড্যান্ডি নামে পরিচিত) নেশায় আসক্ত হয়ে পড়ছে। নেশার টাকার জোগান দিতে অনেকে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে বলেও জানা যায়।
৩৬ মিনিট আগে