Ajker Patrika

বিকেলে ফুটবল খেলার মাঠে বাগ্‌বিতণ্ডা, সন্ধ্যায় কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
বিকেলে ফুটবল খেলার মাঠে বাগ্‌বিতণ্ডা, সন্ধ্যায় কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

রংপুরের কাউনিয়ায় ফুটবল খেলার মাঠে বাগ্‌বিতণ্ডাকে কেন্দ্র করে তরুণদের দুই গ্রুপের সংঘর্ষে আশিকুর (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার সদর বাসস্ট্যান্ড মোড় এলাকায় মকবুলের ফলের দোকানের সামনে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ সংঘর্ষ হয়। 

এ ঘটনায় আজ শনিবার বিকেলে নিহত আশিকুরের মা আবেদা খাতুন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলায় ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।  

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া গ্রামের মৃত খায়রুল ইসলাম কালুর ছেলে আতিকুর রহমান (১৯), সাহাবাজ গ্রামের নুরুল ইসলাম ছেলে আল মামুন (২১) ও গংগানারায়ন গ্রামের শাহ আলমের ছেলে রেজাউল হাসান রাহি (২১)। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার বিকেলে উপজেলার কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় কিছু ছেলে ফুটবল খেলার আয়োজন করে। ফুটবল খেলা চলাকালে আতিকুর ও আশিকুরের মধ্যে বাগ্‌বিতণ্ডা ঝগড়া হয়। খেলা শেষে আশিকুর বাড়ি চলে যায়। পরে সন্ধ্যায় উপজেলার সদর বাসস্ট্যান্ড মোড়ে খেলার মাঠে বিতর্ককে কেন্দ্র করে আতিকুর ও তাঁর সহযোগীরা একত্রিত হয়ে আশিকুর ও তাঁর বন্ধুদের ওপর হামলা চালায়। এর কিছু পর আশিকুর একা বাজারের অন্য পাশে গেলে দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিতভাবে হামলা চালায় আতিকুর ও তাঁর সহযোগীরা।

হামলায় মাথায় রক্তপাত শুরু হলে আশিকুর রাস্তায় পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। রাত সাড়ে ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশিকুর মারা যায়। নিহত আশিকুর রহমান উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর স্টেশন দলাপাড়া গ্রামের তফেল উদ্দিনের ছেলে এবং কাউনিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

হাসপাতালের চিকিৎসক জানায়, ধারালো কিংবা ভারী কোনো কিছু দিয়ে আশিকুরের মাথায় আঘাত করা হয়। আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। 

নিহতের মা আবেদা খাতুন বলেন, আমার ছেলেকে যারা ডেকে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। তার আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর যেন কোনো মায়ের বুক খালি না হয়। 

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, ফুটবল খেলায় বাগ্‌বিতণ্ডাকে কেন্দ্র করে কিশোর দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। কিন্তু এর আগেই সংঘর্ষে আশিকুর নামে এক কিশোর আহত হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় আশিকুর মারা যায়। 

আজ শনিবার ময়নাতদন্ত শেষে আশিকুরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শনিবার বিকেলে নিহত আশিকুরের মা আবেদা খাতুন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে একটি হত্যা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে মাঠে কাজ করছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত