পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটের রংপুর-ঢাকা মহাসড়কে গাছ ফেলে মাইক্রোবাসে ডাকাতির অভিযোগ করেছেন শারমিন নাহার নামে এক নারী। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে সাদুল্লাপুর থানায় তিনি লিখিত অভিযোগ করেন।
সোমবার রাত সাড়ে ১২টার দিকে রংপুর মহাসড়কের ধাপেরহাট বন্দরের অদূরে একবারপুর এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
শারমিন নাহারের অভিযোগ, সোমবার ঢাকায় তাঁর বাবা মৃত্যুবরণ করেন। বিকেল ৪টার দিকে ঢাকার বাসা থেকে একটি হায়েস মাইক্রোবাসে করে গ্রামের উদ্দেশে রওনা দেন তিনি।
মাইক্রোবাসে তার সঙ্গে মেয়ে, ভাতিজি, মামাতো বোন, ভাই-ভাবি ও তাঁদের সন্তানেরা ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে মাইক্রোবাসটি মহাসড়কের সাদুল্লাপুরের ধাপেরহাটের একবারপুরে পৌঁছালে সাত-আটজনের একটি ডাকাত দল দুটি গাছ কেটে সড়কের ওপর ফেলে মাইক্রোবাস আটক করে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে মাইক্রোবাসের গ্লাস ভেঙে মোবাইল ফোন, স্বর্ণালংকার, ভ্যানিটি ব্যাগসহ নগদ টাকা লুট করে। ঘটনাটি তাৎক্ষণিক টহল পুলিশকে জানিয়ে রংপুরের শুকুরেরহাট আতিরেরপাড়া গ্রামে যান তাঁরা।
ভুক্তভোগী শারমিন নাহার বলেন, আনুমানিক ২০ বছর বয়সী ডাকাত দলের সদস্যরা তাঁদের কাছ থেকে প্রায় ৪ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, তাদের মাইক্রোবাসটি ডাকাতির কবলে পড়ার অন্তত এক ঘণ্টা আগে ঘটনাস্থল অতিক্রম করে তার বাবার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি। বাবার দাফন সম্পন্ন করে থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তসহ গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি সহাসড়কে নজরদারি বাড়ানো হয়েছে।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটের রংপুর-ঢাকা মহাসড়কে গাছ ফেলে মাইক্রোবাসে ডাকাতির অভিযোগ করেছেন শারমিন নাহার নামে এক নারী। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে সাদুল্লাপুর থানায় তিনি লিখিত অভিযোগ করেন।
সোমবার রাত সাড়ে ১২টার দিকে রংপুর মহাসড়কের ধাপেরহাট বন্দরের অদূরে একবারপুর এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
শারমিন নাহারের অভিযোগ, সোমবার ঢাকায় তাঁর বাবা মৃত্যুবরণ করেন। বিকেল ৪টার দিকে ঢাকার বাসা থেকে একটি হায়েস মাইক্রোবাসে করে গ্রামের উদ্দেশে রওনা দেন তিনি।
মাইক্রোবাসে তার সঙ্গে মেয়ে, ভাতিজি, মামাতো বোন, ভাই-ভাবি ও তাঁদের সন্তানেরা ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে মাইক্রোবাসটি মহাসড়কের সাদুল্লাপুরের ধাপেরহাটের একবারপুরে পৌঁছালে সাত-আটজনের একটি ডাকাত দল দুটি গাছ কেটে সড়কের ওপর ফেলে মাইক্রোবাস আটক করে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে মাইক্রোবাসের গ্লাস ভেঙে মোবাইল ফোন, স্বর্ণালংকার, ভ্যানিটি ব্যাগসহ নগদ টাকা লুট করে। ঘটনাটি তাৎক্ষণিক টহল পুলিশকে জানিয়ে রংপুরের শুকুরেরহাট আতিরেরপাড়া গ্রামে যান তাঁরা।
ভুক্তভোগী শারমিন নাহার বলেন, আনুমানিক ২০ বছর বয়সী ডাকাত দলের সদস্যরা তাঁদের কাছ থেকে প্রায় ৪ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, তাদের মাইক্রোবাসটি ডাকাতির কবলে পড়ার অন্তত এক ঘণ্টা আগে ঘটনাস্থল অতিক্রম করে তার বাবার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি। বাবার দাফন সম্পন্ন করে থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তসহ গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি সহাসড়কে নজরদারি বাড়ানো হয়েছে।
সিলেটের পর্যটন কেন্দ্র সাদাপাথরে লুটের ঘটনায় পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার দিবাগত রাত ২টার পর থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
১৫ মিনিট আগেরাজধানীর বনানীতে থ্রি সিক্সটি শিশা লাউঞ্জে ইন্টারনেট ব্যবসায়ীকে হত্যার পেছনে রয়েছে আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব। এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।
২৪ মিনিট আগেরাজশাহী নগরের কাদিরগঞ্জ এলাকায় শনিবার সকাল সাড়ে নয়টা থেকে যৌথবাহিনী একটি কোচিং সেন্টার ঘিরে অভিযান পরিচালনা করছে। বাড়ির ভেতরে বিস্ফোরক ও অস্ত্র মজুত রয়েছে— এমন খবরে এই অভিযান শুরু হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত (এ প্রতিবেদন লেখা পর্যন্ত) অভিযান চলছিলই।
৩০ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় প্রায় ১০ কোটি টাকার মাদকদ্রব্য, দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)এর সদস্যরা। শনিবার ভোরে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ৪৭ বিজিবি।
১ ঘণ্টা আগে