Ajker Patrika

সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার মারা গেছেন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২২: ৩৫
সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার মারা গেছেন

না ফেরার দেশে চলে গেলেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার। আজ রোববার রাত ৮টার দিকে রাজধানীর ল্যাবএইড স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮০ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা, নাতি, নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। 

মরহুমের ভাগনে অ্যাডভোকেট মহিউদ্দিন কাদের তাঁর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে দেশে–বিদেশে চিকিৎসা নিয়েছেন। শারীরিক পরিস্থিতির অবনতি হলে কয়েক দিন আগে তাঁকে ঢাকা ল্যাবএইড স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয় এবং এক দিন, এক রাত আইসিইউতে রাখা হয়। আজ রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার দীর্ঘ প্রায় ৪০ বছর দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। দিনাজপুর-৫ আসনে (ফুলবাড়ী-পার্বতীপুর) থেকে টানা আটবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ ছাড়া তিনি সরকারের বন ও পরিবেশ প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত