পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় মানুষের সঙ্গে মানুষের শত্রুতার বলি হচ্ছে আবাদি ফসল। গতকাল বৃহস্পতিবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী কয়েকজন ১ হাজার কলা গাছ কেটে দিয়েছেন বলে অভিযোগ করেছেন আলতাফ হোসেন নামের এক কৃষক। এ অভিযোগে আজ শুক্রবার পীরগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কৃষক আলতাফ হোসেনের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে ১১ জন প্রতিবেশীকে। আর ঘটনাটি ঘটেছে উপজেলার ছাওলা ইউনিয়নের দামুস্বর (গুচ্ছগ্রাম) গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায়, আলতাফ হোসেন ২০২০ সালে পার্শ্ববর্তী পশ্চিম ব্রাহ্মণীকুণ্ডা গ্রামের মৃত আব্দুল হকের ছেলে দেলোয়ার হোসেন তুহিনের জমি তিন বছরের জন্য লিখিতভাবে লিজ নিয়ে কলাগাছ রোপণ করেন। কিন্তু পূর্বশত্রুতার জের ধরে এতে বাধা দেন প্রতিবেশী আফছার আলী ও তাঁর লোকজন। এ নিয়ে দ্বন্দ্ব-বিবাদ চলাকালে গত বৃহস্পতিবার গভীর রাতে আফছার আলী লোকজন নিয়ে আলতাফ হোসেনের প্রায় এক হাজার রোপণ করা কলাগাছ কেটে দেয়। যার আনুমানিক মূল্যে প্রায় ৫ লাখ টাকা।
কৃষক আলতাফ হোসেন বলেন, ‘আমি কয়েক দিন আগে কলা খেত পরিচর্যা করতে গেলে আসামিরা আমার কাছে আড়াই লাখ টাকা চাঁদা দাবি করে। আমি এ টাকা দিতে অস্বীকার করলে তাঁরা আমার ক্ষতি করবে বলে হুমকি দিত। গতকাল এক রাতেই আমার সর্বনাশ করে ফেলেছে। অনেক আশা নিয়ে জমি লিজ নিয়ে চাষাবাদ করেছি। এখন সব শেষ! আমি থানায় মামলা করেছি। আমি এর সঠিক বিচার চাই।
এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, এ বিষয়ে ১১ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রংপুরের পীরগাছায় মানুষের সঙ্গে মানুষের শত্রুতার বলি হচ্ছে আবাদি ফসল। গতকাল বৃহস্পতিবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী কয়েকজন ১ হাজার কলা গাছ কেটে দিয়েছেন বলে অভিযোগ করেছেন আলতাফ হোসেন নামের এক কৃষক। এ অভিযোগে আজ শুক্রবার পীরগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কৃষক আলতাফ হোসেনের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে ১১ জন প্রতিবেশীকে। আর ঘটনাটি ঘটেছে উপজেলার ছাওলা ইউনিয়নের দামুস্বর (গুচ্ছগ্রাম) গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায়, আলতাফ হোসেন ২০২০ সালে পার্শ্ববর্তী পশ্চিম ব্রাহ্মণীকুণ্ডা গ্রামের মৃত আব্দুল হকের ছেলে দেলোয়ার হোসেন তুহিনের জমি তিন বছরের জন্য লিখিতভাবে লিজ নিয়ে কলাগাছ রোপণ করেন। কিন্তু পূর্বশত্রুতার জের ধরে এতে বাধা দেন প্রতিবেশী আফছার আলী ও তাঁর লোকজন। এ নিয়ে দ্বন্দ্ব-বিবাদ চলাকালে গত বৃহস্পতিবার গভীর রাতে আফছার আলী লোকজন নিয়ে আলতাফ হোসেনের প্রায় এক হাজার রোপণ করা কলাগাছ কেটে দেয়। যার আনুমানিক মূল্যে প্রায় ৫ লাখ টাকা।
কৃষক আলতাফ হোসেন বলেন, ‘আমি কয়েক দিন আগে কলা খেত পরিচর্যা করতে গেলে আসামিরা আমার কাছে আড়াই লাখ টাকা চাঁদা দাবি করে। আমি এ টাকা দিতে অস্বীকার করলে তাঁরা আমার ক্ষতি করবে বলে হুমকি দিত। গতকাল এক রাতেই আমার সর্বনাশ করে ফেলেছে। অনেক আশা নিয়ে জমি লিজ নিয়ে চাষাবাদ করেছি। এখন সব শেষ! আমি থানায় মামলা করেছি। আমি এর সঠিক বিচার চাই।
এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, এ বিষয়ে ১১ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ সময় অ্যাম্বুলেন্সে কোনো রোগী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
২৩ মিনিট আগে‘নতুন একটি রাজনৈতিক দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে, আমরা নাকি সংস্কার, অংশীদারত্বের রাজনীতি, গণ-অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি। তোমরা নতুন ছাত্রদের দল, জামায়াতের সঙ্গে পাল্লা দিতে হলে তোমাদের আরও বহুদূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না।’
২৮ মিনিট আগেদুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান খান ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নিষেধাজ্ঞা জারি করেন।
১ ঘণ্টা আগেসাবেক ছাত্রলীগের নেতা ও ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক সুভাষ সিংহ রায় এবং তাঁর স্ত্রী সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য মমতা হেনা লাভলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ নিষেধাজ্ঞা জারির এ
১ ঘণ্টা আগে