দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো-দুই) গুদামঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পৌর শহরের মধ্যবালুবাড়ী এলাকায় আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিটের অবিরাম চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘণ্টাব্যাপী চলা এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ বিকেল সাড়ে ৪টায় প্রথমে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তারপর কুণ্ডলী পাকিয়ে কালো ধোঁয়া উড়তে দেখেন তাঁরা। ধোঁয়ায় আকাশ ঢেকে গেলে গুদামঘরের চারপাশে বসবাসরত সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। পাওয়ার হাউসের গুদামঘরে রাখা বিভিন্ন ধরনের যন্ত্রাংশ, তেলের ট্যাংক, ট্রান্সমিটারসহ বিভিন্ন ধরনের পরিত্যক্ত ট্রান্সফরমারের তেল পুড়ে গাঢ় কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায়। খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দিনাজপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর বজলুর রশিদ জানান, দিনাজপুর পাওয়ার হাউসে আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনটি ইউনিট প্রথমে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা তীব্র হওয়ার কারণে আরও তিনটি ইউনিটসহ মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে গুদামঘরে এই আগুনের সূত্রপাত হতে পারে। এতে ধারণা করা হচ্ছে, ১০ থেকে ১২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে আগুনে পাওয়ার হাউসের মূল কেন্দ্রে কোনো ক্ষতি হয়নি।
দিনাজপুর নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই অ্যান্ড কোম্পানি লিমিটেডের (নেসকো) নির্বাহী প্রকৌশলী স্পন্দন বসাক বলেন, ‘অফিসের পাশে আমাদের ট্রান্সফরমার মেরামতের কারখানা রয়েছে। মূলত সেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’
দিনাজপুরে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো-দুই) গুদামঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পৌর শহরের মধ্যবালুবাড়ী এলাকায় আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিটের অবিরাম চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘণ্টাব্যাপী চলা এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ বিকেল সাড়ে ৪টায় প্রথমে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তারপর কুণ্ডলী পাকিয়ে কালো ধোঁয়া উড়তে দেখেন তাঁরা। ধোঁয়ায় আকাশ ঢেকে গেলে গুদামঘরের চারপাশে বসবাসরত সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। পাওয়ার হাউসের গুদামঘরে রাখা বিভিন্ন ধরনের যন্ত্রাংশ, তেলের ট্যাংক, ট্রান্সমিটারসহ বিভিন্ন ধরনের পরিত্যক্ত ট্রান্সফরমারের তেল পুড়ে গাঢ় কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায়। খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দিনাজপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর বজলুর রশিদ জানান, দিনাজপুর পাওয়ার হাউসে আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনটি ইউনিট প্রথমে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা তীব্র হওয়ার কারণে আরও তিনটি ইউনিটসহ মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে গুদামঘরে এই আগুনের সূত্রপাত হতে পারে। এতে ধারণা করা হচ্ছে, ১০ থেকে ১২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে আগুনে পাওয়ার হাউসের মূল কেন্দ্রে কোনো ক্ষতি হয়নি।
দিনাজপুর নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই অ্যান্ড কোম্পানি লিমিটেডের (নেসকো) নির্বাহী প্রকৌশলী স্পন্দন বসাক বলেন, ‘অফিসের পাশে আমাদের ট্রান্সফরমার মেরামতের কারখানা রয়েছে। মূলত সেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’
আওয়ামী লীগ সরকার পতনের পর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক (ইডি) পদ থেকে বদলি করা হয়েছিল শফিকুল ইসলামকে। তবে নতুন কর্মস্থলে যোগ না দিয়ে বরং ৬০ জন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করেছেন তিনি। বিএমডিএর বিএনপিপন্থী ও দীর্ঘ সময় বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ...
১ ঘণ্টা আগেরাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের জুনিয়র আইটি অফিসার হিসেবে ২০১২ সালের নভেম্বরে চুক্তিভিত্তিক নিয়োগ পান শহিদুর রহমান। এর পর থেকে প্রায় ১৫ বছর ধরে চাকরি করছেন তিনি। একই পদে শহিদুরের মতো চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে কর্মরত আছেন আরও ২৭ জন।
১ ঘণ্টা আগেগোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের দ্বিতল একাডেমিক ভবনের পলেস্তারা খসে বেরিয়ে গেছে রড। ঝুঁকিপূর্ণ হওয়ায় পাঠদানও বন্ধ। অথচ সেই ভবন এবং পাশের প্রশাসনিক ভবনের সংস্কারসহ বেশ কিছু মালামাল ক্রয়ের টেন্ডার আহ্বান করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। কলেজটির প্রশাসনিক ও একাডেমিক ভবন-১ মেরামতের..
১ ঘণ্টা আগেগত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে গেলেও ফের সক্রিয় হয়ে উঠেছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আতঙ্ক হিসেবে পরিচিত মোখলেসুর রহমান সুমন (৩৬)। তাঁর অত্যাচারে অতিষ্ঠ নিজ এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ। কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে পারছেন না।
২ ঘণ্টা আগে