Ajker Patrika

মাকে আইসিসিইউতে রেখে ইউএনও এসে দেখেন আমন্ত্রিতরা নেই! 

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ২০: ০৫
মাকে আইসিসিইউতে রেখে ইউএনও এসে দেখেন আমন্ত্রিতরা নেই! 

মাকে আইসিসিইউতে রেখে ৩০০ কিলোমিটার পাড়ি দিয়ে আপনাদের সঙ্গে মতবিনিময় করতে আসলাম। অথচ আপনারাই সময়মতো আসতে পারলেন না। এভাবে সময় অপচয় করলে এগিয়ে যাওয়া যাবে না। সবাইকে সময়ের মূল্য দিতে হবে।

মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথিদের বিলম্বে উপস্থিত হওয়া নিয়ে এভাবেই উষ্মা প্রকাশ করেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা।

আজ বৃহস্পতিবার ছিল উপজেলার ১৩৬টি দুর্গাপূজা উদ্‌যাপন কমিটির সভাপতি ও সম্পাদকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা। সভাটি আহ্বান করেছিলেন ইউএনও ফাতেমা তুজ জোহরা। তিনি তাঁর মায়ের চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছিলেন।

অসুস্থ মাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিসিইউ) রেখে ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সভায় যোগ দেন তিনি।

ইউএনও বলেন, ‘সকাল ৭টায় বের হয়েছি। বিমান যোগে সৈয়দপুর এসে গাড়িতে মিঠাপুকুর পৌঁছেছি। অথচ তখনো পূজা কমিটির অধিকাংশ সভাপতি ও সম্পাদক সভায় উপস্থিত হতে পারেননি।’

সভা শুরুর পর ইউএনও ফাতেমা তুজ জোহরা সময়ের মূল্য দেওয়ার জন্য সভায় উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত