রংপুর প্রতিনিধি
রংপুরের তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জের দোয়ালীপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় আরও অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম কালাম হোসেন (৪০)। তিনি দিনাজপুরের চিরিরবন্দর রানিপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ঠাকুরগাঁওগামী সাইমুন পরিবহনের সঙ্গে সৈয়দপুর থেকে আসা তৃপ্তি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে দুজন ও তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে একজন নিহত হন।
খবর পেয়ে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মিয়া ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। পরে আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মাহাবুব মোরশেদ বলেন, আজ সকাল সাড়ে ৭টার দিকে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ৩৫ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ওসি আরও বলেন, দুর্ঘটনার কারণে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি ঘটনাস্থল থেকে সরানো ও যানজট নিরসনে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
রংপুরের তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জের দোয়ালীপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় আরও অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম কালাম হোসেন (৪০)। তিনি দিনাজপুরের চিরিরবন্দর রানিপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ঠাকুরগাঁওগামী সাইমুন পরিবহনের সঙ্গে সৈয়দপুর থেকে আসা তৃপ্তি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে দুজন ও তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে একজন নিহত হন।
খবর পেয়ে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মিয়া ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। পরে আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মাহাবুব মোরশেদ বলেন, আজ সকাল সাড়ে ৭টার দিকে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ৩৫ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ওসি আরও বলেন, দুর্ঘটনার কারণে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি ঘটনাস্থল থেকে সরানো ও যানজট নিরসনে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) চার নেতাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন একই সংগঠনের এক নেত্রী। মামলায় আসামিদের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণের হুমকি, অপহরণের চেষ্টা এবং হামলার অভিযোগ আনা হয়েছে। গতকাল বুধবার সিলেট মহানগর হাকিম দ্বিতীয় আদালতে মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা
২ মিনিট আগেখুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) নেতা পরিচয়ে চাঁদাবাজি করার অভিযোগে আট যুবক স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন। গতকাল বুধবার রাতে নগরীর খালিশপুর থানার বাস্তুহারা কলোনিতে এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) খাল খননের প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, কার্যাদেশ অনুযায়ী মাটি না কেটে কাজ শেষ করেছেন ঠিকাদার। এ ব্যাপারে সংস্থার চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগেকিশোরগঞ্জে বজ্রপাতে মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়েছে ৷ গত ২৩ দিনে জেলায় শিক্ষার্থী, কৃষকসহ বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে কৃষকের সংখ্যা বেশি। আবহাওয়াবিদেরা বলছেন, খোলা স্থানে কাজ করা মানুষ বজ্রপাতে বেশি মারা যাচ্ছে; বিশেষ করে হাওরাঞ্চলে খোলা জায়গায় মানুষজন কাজ করার কারণে সেখানে হতাহতের...
৬ ঘণ্টা আগে