ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে কাভার্ড ভ্যানের সঙ্গে রিকশা ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শামছুল আলম (৬৫) নামের এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌর এলাকার বারোকোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামছুল আলম পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের বারঘরিয়া গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তিরা হলেন পার্বতীপুর উপজেলার উত্তরা আনন্দবাজার গ্রামের রফিকুল ইসলাম (৬০), মাবুদ (৪২) ও শফিকুর রহমান (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ফুলবাড়ী-ঢাকা মোড় এলাকা থেকে ভ্যানযোগে জাল নিয়ে মাছ ধরতে যাচ্ছিলেন কয়েকজন। এ সময় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ফুলবাড়ী পৌর এলাকার বারোকোনা নামক স্থানে বিরামপুর থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যানের (ঢাকা-মেট্রো-ন-২০২৪০১) সঙ্গে রিকশা-ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে রিকশা-ভ্যানটি দুমড়ে-মুচড়ে গিয়ে ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়। তাতে ভ্যানে থাকা শামছুল আলম ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় ভ্যানচালকসহ তিনজন গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে আহতদের উদ্ধার করা হয়েছে। তা ছাড়া ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। কাভার্ড ভ্যান থানায় নিয়ে আসা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। সড়ক পরিবহন আইনে একটি মামলার প্রক্রিয়া চলছে।
দিনাজপুরের ফুলবাড়ীতে কাভার্ড ভ্যানের সঙ্গে রিকশা ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শামছুল আলম (৬৫) নামের এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌর এলাকার বারোকোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামছুল আলম পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের বারঘরিয়া গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তিরা হলেন পার্বতীপুর উপজেলার উত্তরা আনন্দবাজার গ্রামের রফিকুল ইসলাম (৬০), মাবুদ (৪২) ও শফিকুর রহমান (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ফুলবাড়ী-ঢাকা মোড় এলাকা থেকে ভ্যানযোগে জাল নিয়ে মাছ ধরতে যাচ্ছিলেন কয়েকজন। এ সময় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ফুলবাড়ী পৌর এলাকার বারোকোনা নামক স্থানে বিরামপুর থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যানের (ঢাকা-মেট্রো-ন-২০২৪০১) সঙ্গে রিকশা-ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে রিকশা-ভ্যানটি দুমড়ে-মুচড়ে গিয়ে ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়। তাতে ভ্যানে থাকা শামছুল আলম ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় ভ্যানচালকসহ তিনজন গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে আহতদের উদ্ধার করা হয়েছে। তা ছাড়া ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। কাভার্ড ভ্যান থানায় নিয়ে আসা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। সড়ক পরিবহন আইনে একটি মামলার প্রক্রিয়া চলছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশের খাতুনগঞ্জ শাখায় অঙ্গপ্রতিষ্ঠান এস. আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের ১৩ হাজার ৩১৭ কোটি টাকার ঋণখেলাপির মামলায় এস আলম গ্রুপসংশ্লিষ্ট ৫৪৮ কোটি টাকার ব্যাংক ব্যালেন্স এবং ৫৮ কোটি ৮৭ লাখ ৬২ হাজার ৬২১টি শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
৩ মিনিট আগেনেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পৃথক স্থানে পুকুরে ডুবে দুই শিশু মারা গেছে। আজ বুধবার (২৩ জুলাই) দুপুর ও সন্ধ্যায় রংছাতি ও খারনৈ ইউনিয়নের দুটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে জাবের ইবনে ওমর (১০ মাস) ও আজমাইন (আড়াই বছর)।
৩ মিনিট আগেসাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুবুল আলম বাচ্চুকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার বিকেলে পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম।
৫ মিনিট আগেজীবিত তিন মামাকে ‘মৃত’ দেখিয়ে কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও বিক্রির অভিযোগ উঠেছে তাঁদের ভাগনের বিরুদ্ধে। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের খারিজা ভাজনী গ্রামে এ ঘটনা ঘটেছে।
২৬ মিনিট আগে