Ajker Patrika

দিনাজপুর বোর্ডে ৪ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি 

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর বোর্ডে ৪ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি 

নীলফামারীর ডিমলা শেখ ফজিলাতুননেসা মুজিব গার্লস হাইস্কুলে শিক্ষার্থী মাত্র দুজন। এসএসসি পরীক্ষায় অংশ নিলেও পাস করেনি। ফলে পাসের হার শূন্যই থেকে গেল। এ রকম দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন মোট চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি। 

এগুলো হলো–গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ ঘোগোয়া গার্লস হাইস্কুল, পরীক্ষার্থী ১৪ জন। নীলফামারীর ডিমলা শেখ ফজিলাতুননেসা মুজিব গার্লস হাইস্কুলে দুজন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পূর্ব শুখহাটি গার্লস হাইস্কুলে পাঁচজন ও দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার চৌমুহনী মডেল হাইস্কুলে ছয়জন পরীক্ষার্থী। 

তথ্যমতে, চলতি বছর দিনাজপুর বোর্ডে আটটি জেলার ২৭৮টি কেন্দ্রে দুই হাজার ৭৩০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এর মধ্যে ৭৭টি স্কুলের শিক্ষার্থী শতভাগ পাস করেছে। পাসের হার ৭৮ দশমিক ৪৩ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ১০৫ জন। 

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘দিনাজপুর বোর্ডের অধীনে রংপুর বিভাগের আটটি জেলায় এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল দুই লাখ ৪৪৪ জন। এর মধ্যে অংশ নিয়েছে এক লাখ ৯৮ হাজার ১৮৪ জন। আর পাস করেছে এক লাখ ৫৫ হাজার ৪৩৫ জন। বহিষ্কার হয়েছে ৬৬ জন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত