Ajker Patrika

তারাগঞ্জে ধান খেত থেকে যুবকের মরদেহ উদ্ধার, পাশে ছিল বিষের বোতল

রংপুর প্রতিনিধি
Thumbnail image

রংপুরের তারাগঞ্জে ধান খেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের জিগারতলা এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

মৃত যুবকের নাম রুপন (২২)। তিনি দিনাজপুরের বীরগঞ্জ চক বানারশি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। 

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রংপুর-দিনাজপুর মহাসড়কের কুর্শা জিগাতলা মাঠে ধান খেতের আইলে স্থানীয়রা ওই যুবকের লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দেন। এরপর পুলিশ সকাল সাড়ে ৯টায় ঘটনাস্থলে যায়। সেখান থেকে ১০টার দিকে লাশ ও আলামত উদ্ধার করে থানায় নেয়। 
 
তারাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জহুরুল হক বলেন, জাতীয় পরিচয়পত্র থেকে ওই যুবকের পরিচয় শনাক্ত করা হয়। মরদেহের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। তবে লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত