Ajker Patrika

সৈয়দপুর পৌর মেয়রের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
সৈয়দপুর পৌর মেয়রের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত মাসের ২৮ তারিখে এ চার্জশিট দাখিল করে সিআইডি। বিষয়টি আজ বৃহস্পতিবার নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি নীলফামারীর পরিদর্শক একেএম খন্দকার মুহিবুল।

জানা গেছে, সৈয়দপুর শহরের বাঙ্গালীপুরের বাসিন্দা গাউসুল আযম ফারুকী ২০১৯ সালে তাঁর নির্মাণাধীন ৬ তলা ভবনে লিফট স্থাপনের জন্য নতুনভাবে একটি নকশা অনুমোদনের জন্য আবেদন করেন। তৎকালীন মেয়র কাউন্সিলরদের সঙ্গে গাউসুল আযম ফারুকীর মামলার জের ধরে নকশা অনুমোদন দেননি। এ বিষয়ে গাউসুল আযম হাইকোর্টে মামলা করেন।

হাইকোর্ট নকশা অনুমোদনের জন্য তৎকালীন মেয়রকে আদেশ দেন। মহামান্য হাইকোর্টের আদেশ পাওয়ার পরও তৎকালীন মেয়র নকশা অনুমোদন প্রদান না করে কালক্ষেপণ করেন। ইতিমধ্যে ২০২০ সালে সৈয়দপুর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা হলে মেয়র পদে রাফিকা আকতার জাহান নৌকা মার্কার মনোনয়ন পান।

গাউসুল আযম ফারুকীর সঙ্গে পূর্ব পরিচয় থাকায় রাফিকা আকতার জাহান গাউসুল আযম ফারুকীকে জানান, নির্বাচনে তিনি শতভাগ জয়লাভ করবেন। নির্বাচনে জিতে গাউসুল আযমের নির্মাণাধীন ভবনে লিফট স্থাপনের নকশা অনুমোদন করে দেবেন, হাইকোর্টে যাওয়া লাগবে না। এভাবে তিনি গাউসুল আযমকে নকশা অনুমোদন করে দেওয়ার কথা দিয়ে নির্বাচনের আগেই এক লাখ টাকার চেক গ্রহণ করেন এবং ব্যাংক থেকে চেকের টাকা উত্তোলন করেন।

পরবর্তীতে মেয়র নির্বাচিত হওয়ার পরও রাফিকা আকতার জাহান গাউসুল আযমকে নকশা অনুমোদন না দিয়ে দিনের পর দিন বিভিন্ন রকম তালবাহানা ও হয়রানি করতে থাকেন। মেয়র নকশার জন্য আরও এক লাখ টাকা দাবি করেন। এতে রাজি না হলে তিনি গাউসুল আযমকে আবার হয়রানি করতে থাকেন। একপর্যায়ে গাউসুল আযম ফারুকী মেয়রের কাছে টাকা ফেরত চাইলে মেয়র টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। নিরুপায় হয়ে গাউসুল আযম মেয়রের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে আমলি আদালত সৈয়দপুর নীলফামারীতে ২০২১ সালের ২০ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করেন।

এরপর আদালত মামলাটি গ্রহণ করে অধিকতর তদন্তের জন্য সিআইডিকে আদেশ দেন। সিআইডি নীলফামারীর পরিদর্শক একেএম খন্দকার মুহিবুল দীর্ঘদিন মামলাটি তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে মেয়র রাফিকা আকতার জাহানের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী আদালতে চার্জশিট দাখিল করেন।

এ বিষয়ে গাউসুল আযম ফারুকী জানান, ফৌজদারি মামলার চার্জশিটভুক্ত আসামির মেয়র পদে থাকার কোন এখতিয়ার নেই। সংশ্লিষ্ট দপ্তরে মেয়রকে বরখাস্ত করার জন্য আবেদন করা হবে। প্রয়োজনে মহামান্য হাইকোর্টে মামলা করা হবে।

তবে পৌর মেয়র রাফিকা আকতার বলেন, ‘চার্জশিট হয়েছে কি না, এ বিষয়ে আমার জানা নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

আপিল বিভাগে ঝুলে আছে আবেদন, এখনো কনডেম সেলে অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত