Ajker Patrika

জনগণ নৌকায় ভোট দিয়েছিল বলেই উন্নয়ন সম্ভব হচ্ছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

বিরল (দিনাজপুর) প্রতিনিধি
জনগণ নৌকায় ভোট দিয়েছিল বলেই উন্নয়ন সম্ভব হচ্ছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিশ্বব্যাংকের প্রতিনিধি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে জানিয়েছেন, বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে তা পৃথিবীর মধ্যে অবাক করার মতো। কিন্তু এরপরও প্রতিপক্ষরা বলছেন বাংলাদেশে কোনো উন্নয়ন হয়নি। আসলে বাংলাদেশ এগিয়ে গেলে মির্জা ফখরুলদের গাত্রদাহ শুরু হয়। তাঁদের দায়িত্বই হচ্ছে বাংলাদেশকে পিছিয়ে দেওয়া।’

আজ মঙ্গলবার সকালে দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ কমপ্লেক্স রুমে আশ্রয়ণ প্রকল্প-২ টাস্কফোর্স কমিটির আলোচনা সভায় এ কথা বলেন মন্ত্রী। 

এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের জনগণ নৌকায় ভোট দিয়েছিল বলেই আজকের এই উন্নয়ন সম্ভব হচ্ছে। বিশ্ব ব্যাংক আজ বাংলাদেশের উন্নতি দেখে প্রশংসা করছে। ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নে তারা আর্থিক সহায়তা অব্যাহত রাখবে বলে কথা দিয়েছে। যাঁরা সংখ্যালঘুদের ওপর নির্যাতন করেছে, হাওয়া ভবন তৈরি করেছে তাঁদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আফছানা কাওছারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মুস্তাফিজুর রহমান বাবু, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, জেলা পরিষদের সদস্য মোশাররফ হোসেন, উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তা ওয়াজেদ আলী প্রমুখ। 

অনুষ্ঠানে উপজেলার নয়টি প্রকল্পে প্রায় এক হাজার ১০০ উপকারভোগীর মধ্যে সাইকেল, আধুনিক কৃষি যন্ত্রপাতিসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত