Ajker Patrika

প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
Thumbnail image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমানের বিরুদ্ধে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে বিদ্যালয় মাঠে অভিযুক্ত প্রধান শিক্ষকের শাস্তি ও অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ওই বিদ‍্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকসহ এলাকাবাসী। গতকাল সোমবার এলাকাবাসী অভিযুক্ত প্রধান শিক্ষক রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারণের দাবিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন। 

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২১ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ এক ছাত্রী গত ২৭ মার্চ সকালে প্রত্যয়নপত্র নিতে বিদ্যালয়ে যায়। এ সময় প্রধান শিক্ষক হাফিজুর রহমান ওই ছাত্রীকে নিজ কক্ষে ডেকে নিয়ে জড়িয়ে ধরে শ্লীলতাহানি করেন। পরে ওই ছাত্রী বাড়ি ফিরে তার মাকে বিষয়টি জানায়। ছাত্রীর মা প্রধান শিক্ষকের কাছে এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক তাঁকে গালিগালাজ করে তাড়িয়ে দেন। 

অভিযুক্ত প্রধান শিক্ষক প্রভাবশালী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির চাচাতো ভাই হওয়ায় ছাত্রীর বাবা-মায়ের সঙ্গে সমঝোতা করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। এলাকাবাসী ও অভিভাবকেরা এ ঘটনার প্রতিবাদে তাদের মেয়ে শিশুদের বিদ‍্যালয়ে পাঠানো বন্ধ করে অভিযুক্ত প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারণের দাবিতে গতকাল সোমবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন। 

এদিকে অভিযুক্ত প্রধান শিক্ষক হাফিজুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি চক্রান্তের শিকার।’ 

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা জ্যোতির্ময় চন্দ্র সরকার বলেন, ‘দুজন সহকারী শিক্ষা কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’ 

সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন বলেন, ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ তদন্তে মঙ্গলবার ছাত্রীর বক্তব্য শোনা হয়েছে। প্রধান শিক্ষকের বক্তব্য শুনে দু-এক দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। 

এ ঘটনায় ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, ‘ছাত্রীর শ্লীলতাহানির বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত