ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমানের বিরুদ্ধে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে বিদ্যালয় মাঠে অভিযুক্ত প্রধান শিক্ষকের শাস্তি ও অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকসহ এলাকাবাসী। গতকাল সোমবার এলাকাবাসী অভিযুক্ত প্রধান শিক্ষক রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারণের দাবিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২১ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ এক ছাত্রী গত ২৭ মার্চ সকালে প্রত্যয়নপত্র নিতে বিদ্যালয়ে যায়। এ সময় প্রধান শিক্ষক হাফিজুর রহমান ওই ছাত্রীকে নিজ কক্ষে ডেকে নিয়ে জড়িয়ে ধরে শ্লীলতাহানি করেন। পরে ওই ছাত্রী বাড়ি ফিরে তার মাকে বিষয়টি জানায়। ছাত্রীর মা প্রধান শিক্ষকের কাছে এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক তাঁকে গালিগালাজ করে তাড়িয়ে দেন।
অভিযুক্ত প্রধান শিক্ষক প্রভাবশালী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির চাচাতো ভাই হওয়ায় ছাত্রীর বাবা-মায়ের সঙ্গে সমঝোতা করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। এলাকাবাসী ও অভিভাবকেরা এ ঘটনার প্রতিবাদে তাদের মেয়ে শিশুদের বিদ্যালয়ে পাঠানো বন্ধ করে অভিযুক্ত প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারণের দাবিতে গতকাল সোমবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন।
এদিকে অভিযুক্ত প্রধান শিক্ষক হাফিজুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি চক্রান্তের শিকার।’
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা জ্যোতির্ময় চন্দ্র সরকার বলেন, ‘দুজন সহকারী শিক্ষা কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন বলেন, ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ তদন্তে মঙ্গলবার ছাত্রীর বক্তব্য শোনা হয়েছে। প্রধান শিক্ষকের বক্তব্য শুনে দু-এক দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
এ ঘটনায় ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, ‘ছাত্রীর শ্লীলতাহানির বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমানের বিরুদ্ধে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে বিদ্যালয় মাঠে অভিযুক্ত প্রধান শিক্ষকের শাস্তি ও অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকসহ এলাকাবাসী। গতকাল সোমবার এলাকাবাসী অভিযুক্ত প্রধান শিক্ষক রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারণের দাবিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২১ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ এক ছাত্রী গত ২৭ মার্চ সকালে প্রত্যয়নপত্র নিতে বিদ্যালয়ে যায়। এ সময় প্রধান শিক্ষক হাফিজুর রহমান ওই ছাত্রীকে নিজ কক্ষে ডেকে নিয়ে জড়িয়ে ধরে শ্লীলতাহানি করেন। পরে ওই ছাত্রী বাড়ি ফিরে তার মাকে বিষয়টি জানায়। ছাত্রীর মা প্রধান শিক্ষকের কাছে এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক তাঁকে গালিগালাজ করে তাড়িয়ে দেন।
অভিযুক্ত প্রধান শিক্ষক প্রভাবশালী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির চাচাতো ভাই হওয়ায় ছাত্রীর বাবা-মায়ের সঙ্গে সমঝোতা করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। এলাকাবাসী ও অভিভাবকেরা এ ঘটনার প্রতিবাদে তাদের মেয়ে শিশুদের বিদ্যালয়ে পাঠানো বন্ধ করে অভিযুক্ত প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারণের দাবিতে গতকাল সোমবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন।
এদিকে অভিযুক্ত প্রধান শিক্ষক হাফিজুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি চক্রান্তের শিকার।’
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা জ্যোতির্ময় চন্দ্র সরকার বলেন, ‘দুজন সহকারী শিক্ষা কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন বলেন, ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ তদন্তে মঙ্গলবার ছাত্রীর বক্তব্য শোনা হয়েছে। প্রধান শিক্ষকের বক্তব্য শুনে দু-এক দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
এ ঘটনায় ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, ‘ছাত্রীর শ্লীলতাহানির বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ শনিবার বিকেল ৪টার মধ্যে দাবি পূরণের ঘোষণা না দেওয়া হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন এলাকায়...
৪৪ মিনিট আগেমাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
১ ঘণ্টা আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
১ ঘণ্টা আগে