Ajker Patrika

পঞ্চগড়ে সীমান্তের ওপারে বাংলাদেশি যুবকের লাশ, নিয়ে গেল বিএসএফ

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১৯: ৪৮
পঞ্চগড়ে সীমান্তের ওপারে বাংলাদেশি যুবকের লাশ, নিয়ে গেল বিএসএফ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ইসলামপুর সীমান্তের ওপারে এক বাংলাদেশি যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এর কিছুক্ষণ পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) লাশটি উদ্ধার করে নিয়ে যায়। 

আজ বুধবার সকালে ওই সীমান্তের ভারতীয় ১৭৬ ব্যাটালিয়নের আওতাধীন কালামগছ সীমান্তে মরদেহ পড়ে থাকতে দেখা যায়। 

পুলিশ বলছে, নিহত ওই যুবক বাংলাদেশি। তাঁর নাম আক্কাস আলী (৩৫)। তিনি তিরনইহাট ইউনিয়নের ধামনাগছ গ্রামের আব্দুস সামাদের ছেলে। তাঁর দুই সন্তান রয়েছে। 

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ইসলামপুর সীমান্তের মেইন পিলার ৪৪৬-এর ৪ নম্বর সাবপিলার এলাকায় কয়েকটি গুলির শব্দ শুনতে পায় সীমান্ত এলাকার লোকজন। আজ সকালে ভারতীয় সীমান্তের ওপারে মরদেহ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পঞ্চগড় ১৮ বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়। 

আজ বিকেলে এই রিপোর্ট লেখা পর্যন্ত সীমান্তে পতাকা বৈঠক চলছিল। 

তেঁতুলিয়ার তিরনইহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, ভারতের অভ্যন্তরে আক্কাস আলী নামের একজনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। স্থানীয় শালবাহান হাটে গরু ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন তিনি। 
 
তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, ‘তেঁতুলিয়া উপজেলার ইসলামপুর সীমান্তের ওপারে একজন গরু চোরাকারবারি নিহত হয়েছে বলে শুনেছি। খোঁজ নিয়ে জেনেছি, ভারতীয় বিএসএফ লাশ নিয়ে গেছে।’ 

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জুবায়েদ হাসান বলেন, ‘ঘটনা শুনে আমরা কড়া প্রতিবাদ জানিয়েছি। পরিচয় নিশ্চিতসহ মরদেহ ফেরতের জন্য পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে। পতাকা বৈঠকের পর বিস্তারিত বলা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত